এক নজরে

যুদ্ধ আবহে আলাপনের টা টা….

By admin

May 31, 2021

কলকাতা ব্যুরো: রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার যে প্রাণ যায়, তা তিনি জানেন। তিনি প্রথম জীবনে পেশাদার সাংবাদিকতা করা আলাপন বন্দ্যোপাধ্যায় এটাও জানেন দু’পক্ষের মধ্যে যা ঘটনার ঘনঘটা চলবে তা শুধু পর্যবেক্ষণ করা একজন দক্ষ সাংবাদিকের কাজ। পরবর্তীতে আমলা হওয়া আলাপন যে আত্ম মর্যাদা বিসর্জন দিয়ে আর দাবার বোরে হয়ে অসম্মানের চাকরি করবেন না, সেটাই স্বাভাবিক ছিল। নিজের সম্মান ও মর্যাদা সবার আগে বুঝিয়ে দিলেন সদ্য অবসরপ্রাপ্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

তিনি চাইলে আগামী তিন মাস এ রাজ্যের মুখ্য সচিবের পদে থাকতেই পারতেন তিনি। বর্ষীয়ান আইনজীবীরা বলছেন, কেন্দ্র যতই তাকে বারংবার তলব করুক, রাজ্য সরকার বা তিনি নিজে আদালতে মামলা করলে, সে মামলার নিষ্পত্তি কবে হবে তা কেউ জানে না। ফলে এরই মধ্যে তিনি নিশ্চিতভাবেই আরো তিন মাস রাজ্যের প্রধান আমলার চেয়ারটা দখল করে বসে থাকতে পারতেন।কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় যে মেরুদন্ড বিকিয়ে দিয়ে কিছু করতে চান না তা বুঝিয়ে দিলেন সোমবার বেলা পাঁচটা বাজার প্রাকমুহুর্তে। এই দিনে ছিল তার চাকরির শেষ দিন। একেবারে শেষ মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেন এই দড়ি টানাটানির মধ্যে তিনি আর থাকতে চাইছেন না। ফলে আজ তিনি মুখ্য সচিব পদে অবসর নিচ্ছেন। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, আমি চেষ্টা করলে হয়তো উনাকে পদে রাখতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে সেটা করা উচিত নয়।

কেন্দ্রীয় সরকার তিন মাসের জন্য আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব পদের মেয়াদ বাড়ানোর চারদিনের মাথায় দিল্লিতে তাকে তলব করে চিঠি দেওয়ার পর দেশজুড়ে বিতর্ক শুরু হলেও তারা আছে তাদের মতোই। সোমবার সকালে সেখানে কাজে যোগ না দেওয়ায় বিকেলে আবার চিঠি দিয়ে কালকের মধ্যে ফের তাকে দিল্লিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাকে এক কথায় ছি ছি করছেন আমলারা। আর অন্যদিকে আলাপন এদিন শেষ বাজারে তিন মাসের চাকরির মেয়াদ বৃদ্ধিকে মুখের উপর নিজেই দরজা বন্ধ করে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো চাপের কাছে মাথা নুইয়ে মর্যাদা ক্ষুন্ন করতে রাজি নন।

গত দু’দিন ধরে সোশ্যাল মিডিয়াতে আলাপনের ব্যক্তিত্ব এবং কঠোর এবং আত্ম সম্মান বজায় রাখার জন্য চাকরি ছাড়ার বিষয়টিকে ঘিরে যথেষ্টই আলোচনা হয়েছে। নেটিজেনরা প্রশংসায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আলাপনকে। আর সেই আবহে শেষ হলো এক মুখ্যসচিব তথা এক আমলার চাকরি জীবন। এদিন তার জায়গায় হরেকৃষ্ণ দ্বিবেদিকে রাজ্যের নতুন মুখ্য সচিব নিয়োগ করা হয়েছে, বিপি গোপালিকা হলেন স্বরাষ্ট্র সচিব। এ দিন রাত আটটা নাগাদ নতুন মুখ্য সচিবকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বেরিয়ে যান আলাপন। যদিও এদিনই তাকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তিন বছরের জন্য নিয়োগ করেছে তৃণমূল সরকার।