কলকাতা ব্যুরো: এনআইএর জালে ধরা পড়া আল-কায়েদা চিহ্নিত জঙ্গি আবু সুফিয়ানের বাড়ি থেকে খুঁজে পাওয়া গেলো এক গোপন সুরঙ্গ। প্রায় ৬ ফুট বাই ৮ ফুট এর এই সুরঙ্গ দিয়ে নিচে নেমে সেখানেই গোপন কাজকর্ম চালাতে বলে মনে করছে এনআইএ। রবিবার সকালে তার বাড়িতে আবার তল্লাশি চালায় এনআইএর তদন্তকারীরা। তখনই ওই গোপন সুরঙ্গ ঘরের খোঁজ পাওয়া যায়। সেখান থেকে বোমা, বোমা তৈরীর সাজ-সরঞ্জাম, বেশ কিছু বইপত্র তদন্তকারীরা উদ্ধার করেছেন।

প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, ধৃত ৯ জনের সঙ্গে আরও অন্তত ১৩ জনের একটি দল রয়েছে। কেননা ধৃতরা যে গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে কথাবার্তা চালাত সেখানে ২২ জনের তালিকা ছিল। তবে বহু চ্যাট ইতিমধ্যেই ডিলিট করে দেওয়া হয়েছে। তাই সে সব ডিলিট করা লেখা ফের তুলে আনতে প্রযুক্তির সাহায্য নিচ্ছেন তদন্তকারীরা। ধৃত ন’জনই মুর্শিদাবাদের বাসিন্দা হলেও, পাকিস্তান থেকে আল-কায়েদার মেন্টর রা এদের সঙ্গে কেরালায় থাকাকালীন যোগাযোগ করে বলে জানতে পেরেছে এনআইএ। আল-কায়েদার ভারতীয় শাখা থেকেই এদের সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হতো।

গত ছ’মাস ধরে এদের উপর নজরদারি চালায় এনআইএ। এতদিন মূলত মগজ ধোলাই এবং পড়াশোনার মাধ্যমে এদের জঙ্গি ভাবধারায় উদ্বুদ্ধ করা হতো বলে টের পেয়েছেন। কিন্তু তারপরেই এদেরকে দিয়ে অস্ত্র এবং বর্ম তৈরিসহ বেশকিছু অপারেশন হাতে-কলমে করানোর কাজ শুরু করে আল-কায়েদা। তারপরেই এনআইএ এদের গ্রেফতার করে। এই চক্রের বাকিদের হদিশ পেতে এখনো বেশ কিছু এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

এনআইএর তদন্তকারীরা আরো দেখেছেন, এমনিতে গরিব পরিবারের থেকে এরা উঠলেও, গত কিছুদিন ধরে এদের অন্তত চার জনের ব্যাংক একাউন্টে টাকা জমা পড়েছিল। ফলে এখন এদের দিয়ে যে সব জিনিসপত্র বানানো এবং কাজ করার নির্দেশ দেয়া হয়েছিল, সেই টাকা যে ওই কারণেই তাদের একাউন্টে ফেলা হয়েছিল সে ব্যাপারে, নিশ্চিত জাতীয় তদন্তকারী সংস্থা।

Share.
Leave A Reply

Exit mobile version