এক নজরে

আল-কায়দা যোগ সন্দেহে ধৃতদের দিল্লি নিয়ে যাচ্ছে এনআইএ

By admin

September 19, 2020

কলকাতা ব্যুরো: আল-কায়েদা সন্দেহে মুর্শিদাবাদ থেকে ধৃত ছ’জন কে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিল কলকাতার এনআইএ আদালত। ফলে আগামী ২৪ তারিখের মধ্যে ধৃতদের দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজির করতে হবে।

শনিবার প্রায় সন্ধ্যা নাগাদ মুর্শিদাবাদ থেকে ধৃত ছ’ জনকে নিয়ে এনআইএর দিল্লি স্পেশাল সেলের একটি দল ব্যাঙ্কশাল আদালতে এনআইএ কোর্টে হাজির হয়। তাদের সঙ্গে আল-কায়েদার যোগ রয়েছে এই অভিযোগে তাদের হেফাজতে নেওয়ার আবেদন করে। আদালত তা মঞ্জুর করে।

এনআইএর আধিকারিক ধৃতদের সম্পর্কে জানিয়েছেন, ইউএপি এ আইনের ১৬, ১৭, ১৮, ১৮বি ও ২০ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃতদের সঙ্গে আল-কায়েদার যোগ আছে বলে দাবি করা হয়েছে এনআইএর তরফে।