এক নজরে

আল-কায়েদা যোগ নিয়ে রাজনৈতিক তরজা জারি

By admin

September 19, 2020

কলকাতা ব্যুরো: আল-কায়েদা জঙ্গি সন্দেহে ধৃতদের নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। একদিকে সিপিএমের সুজন চক্রবর্তী অভিযোগ তুললেন রাজ্যে গোয়েন্দা নজরদারি ব্যর্থতা নিয়ে। আবার একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, সে যে ধর্মেরই হোক না কেন, তা নিয়ে রাজনীতির কোনো কারণ নেই। তার মতে, জঙ্গির কোন ধর্ম হয় না। সে অপরাধী। আবার জঙ্গী তকমা দিয়ে কোনো নিরীহ মানুষের সাজা যেন না হয় সেই দাবি তুললেন তিনি। আল কায়েদা জঙ্গি সম্পর্কে বলতে গিয়ে তিনি তুলে আনলেন গুজরাটের হিন্দু জঙ্গীদের দ্বারা দাঙ্গার প্রসঙ্গ।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য সরাসরি রাজ্য সরকারকে দায়ী করলেন। রাজ্যের নিরাপত্তার অভাবের অভিযোগ নিয়ে তার বক্তব্য, রাজ্য সরকার রাজনৈতিক তাস খেলতে গিয়েই আল-কায়েদা জঙ্গীদের এখানে বাসা বাঁধতে মদত দিচ্ছে।

যদিও দিনের শেষে কেউ পরিযায়ী শ্রমিক আবার কেউ কলেজ ছাত্র, এদের জঙ্গি সন্দেহে এনআইএ ধরে নিয়ে যাওয়ায়, মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামে এখন কোথাও কোথাও আতঙ্ক, কোথাও বিস্ময় আবার কোথাও সন্দেহের বাতাবরণ।