এক নজরে

আল-কায়েদা সন্দেহে জঙ্গি ধরতে তল্লাশি

By admin

September 20, 2020

কলকাতা ব্যুরো: শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মুর্শিদাবাদ ও মালদায় এনআইএ তল্লাশি ও ছ’জনকে আল-কায়েদা জঙ্গি সন্দেহে গ্রেপ্তারের ঘটনায় বিরম্বনায় রাজ্য পুলিশ। এত বড় অপারেশন দুই জেলায় কেন্দ্রীয় সংস্থা চালালেও, তার আঁচ শেষ মুহূর্ত পর্যন্ত রাজ্য পুলিশ পায়নি বলে খবর। এই বিরম্বনা ঢাকতে জাতীয় তদন্তকারী সংস্থা কে চিঠি দিতে মনস্থ করেছে রাজ্য পুলিশ।রাজ্য পুলিশের ডিজি- র তরফে এনআইএর পূর্বাঞ্চলীয় অধিকর্তাকে এ ব্যাপারে জানতে চাওয়া হতে পারে। কেননা ছ’জনকে জঙ্গী সন্দেহে গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিকভাবে রাজ্যের শাসক দলকে শনিবার সকাল থেকেই কোণঠাসা করার চেষ্টা শুরু হয়েছে বিরোধীদের তরফে।যদিও রাজ্য পুলিশের এক বর্ষিয়ান অফিসার বলেন, কেন্দ্রীয় কোন এজেন্সির এমন তল্লাশিতে রাজ্য পুলিশকে জানাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি সেই এজেন্সি মনে করে খবর লিক হয়ে যাওয়ার ভয় নেই অথবা যেখানে তল্লাশিতে যাওয়া হচ্ছে সেখানে হঠাৎ আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, তখনই মূলত রাজ্য পুলিশকে আগাম জানানো হয়।মুর্শিদাবাদ ও কেরল থেকে ধৃত মোট ন’জনই এ রাজ্যের বাসিন্দা। ফলে এটা নিয়ে বিজেপি যে তৃণমূলের বিরুদ্ধে ইস্যু করবে, তা একরকম নিশ্চিত রাজনৈতিক মহলের কাছে। তাই আগামী দিনে এমন ঘটনা ঘটার আগে অন্তত রাজ্যকে জানানোর ব্যাপারে এখনই জাতীয় তদন্তকারী সংস্থাকে সতর্ক করে দিতে চায় রাজ্য সরকার।