কলকাতা ব্যুরো: মুর্শিদাবাদ থেকে আল-কায়েদা জঙ্গি সংগঠনে যুক্ত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তারের পর গোটা রাজ্যে তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আল-কায়েদার মতো একটি সংগঠনের সঙ্গে যুক্ত কিছু লোক রাজ্যের ঘরে ঘরে লুকিয়ে আছে এই ভাবনাটাই এখন আতঙ্ক ছড়াচ্ছে। পুলিশ কর্তারা চাইছেন আরো বেশি নজরদারি হোক সীমান্তবর্তী জেলাগুলোতে। আবার এই ঘটনা সামনে আসতেই, রাজনীতির তীর ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে।
একদিকে মুর্শিদাবাদের ভূমিপুত্র, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী যেমন এই ঘটনার পরিপ্রেক্ষিতে নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন। একই সঙ্গে একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে ভুয়া মামলায় ফাঁসিয়ে দেওয়া যাতে না হয় সেই দাবিও তুলেছেন। পাশাপাশি রাজ্যের নিরাপত্তা আরও কঠোর করার দাবি তুলেছেন অধীর।
বিজেপি অবশ্য কোনো রাখঢাক না করেই কাটগড়া তুলেছে রাজ্য সরকারকে। রাজ্য সরকারের নজরদারির অভাবে এ রাজ্যকে জঙ্গিরা তাদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা।