এক নজরে

বুর্জ খলিফার লেসার আলো, বিমানবন্দরের নালিশ রাজ্যকে

By admin

October 12, 2021

কলকাতা ব্যুরো: কলকাতার বুর্জ খলিফা এবার আইনি ফাঁদে। শ্রীভূমির ভাইরাল হয়ে যাওয়া এই মণ্ডপের চোখ ঝলসানো মণ্ডপের উপরের লেসার আলো বিপদে ফেলছে বিমান চালকদের। দমদমে বিমান নামায় প্রবল সমস্যা হচ্ছে। ফলে যাত্রীদের জীবন সংসার আশঙ্কা তৈরি হয়েছে এই অভিযোগে তিনটি বিমান সংস্থা দুদিন আগেই অভিযোগ জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি জানানো হয় রাজ্যের মুখ্য সচিব থেকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলেও। এমন অভিযোগ তুলে তিন বিমান কর্তৃপক্ষের কাছে দমদম বিমানবন্দরে যে কোনো সময় বিমান নামার ক্ষেত্রে বড়োসড়ো বিপদের আশঙ্কার কথা জানান।

বিমান পরিবহন মন্ত্রক রাজ্য সরকারকে বিষয়টি জানানোর পর, ওই পূজোর উদ্যোক্তা, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কর্ণধার, তৃণমূল নেতা, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে যত দ্রুত সম্ভব এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় নেতৃত্বের তরফে। সূত্রের খবর, এর পরেই ওই পূজোর উদ্যোক্তারা ষষ্ঠীর দিন সন্ধ্যে থেকে প্রায় তিন ঘন্টা লেসার আলো বন্ধ রেখে ছিলেন। তাদের তরফে অবশ্য জানানো হয়, বুর্জ খালিফা দেখতে আশা মানুষের ঢল ঠেকাতে ওই আলো বন্ধ রাখা হয়েছিল। কিন্তু বাস্তবে বিষয়টি অনেক দূর গড়িয়েছে। কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রক রাজ্যকে জানিয়ে দিয়েছে, যদি ওই লেসার আলো বন্ধ না করা হয়, তাহলে কলকাতা বিমানবন্দরে আপাতত সন্ধ্যেবেলায় বিমান নামা বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুক রাজ্য সরকার।

এমনিতেই এবার করোনা আবহে শ্রীভূমির ওই মন্ডপ দেখতে আশা জনজোয়ারকে দেখে রীতিমতো আতঙ্কিত চিকিৎসক মহল। তারা যত দ্রুত সম্ভব এই ভিড় করা থেকে মানুষকে নিরস্ত করতে পদক্ষেপের আহবান করছেন। কিন্তু কোন কিছুতেই ভিড় কমছে না। এক্ষেত্রে হাইকোর্টের গতবছরের নির্দেশ সংশোধনে কিছুটা ভিড় বারার কারণ আছে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।একইসঙ্গে রাজ্য সরকার যেভাবে অঞ্জলি, সিঁদুর খেলার মত বিষয়গুলিকে এবার চালু করতে গিয়ে নরমপন্থী হয়েছে, তাতেও এই ভিড় হচ্ছে বলে মনে করছেন নাগরিকদের একাংশ। আর শ্রীভূমির এই বুর্জ খলিফা এবার কলকাতার অন্যতম ভিড়ের ভরকেন্দ্র হয়ে উঠেছে। যাতে আতঙ্কিত সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিকরা।