এক নজরে

আজই বায়ুসেনার হাতে ৫ রাফাল যুদ্ধবিমান

By admin

September 10, 2020

কলকাতা ব্যুরো: আজই ভারতীয় বায়ুসেনার হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হবে ৫ রাফাল যুদ্ধ বিমান।আম্বালায় তা তুলে দেওয়া হবে বায়ুসেনার হাতে। এই অনুষ্ঠানের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রীকে।

ফ্রান্স থেকে ভারত যে ৩৬ টি রাফাল বিমান কিনছে তারমধ্যে ২৮ টি সিঙ্গল সিটার আর ৮ টি ডাবল সিটার। একটানা ৭ হাজার কিলোমিটার পর্যন্ত করতে সক্ষম ওই যুদ্ধ বিমানগুলি। পরমাণু অস্ত্র, মিসাইল নিয়ে অব্যর্থভাবে নিশানায় হানা দিতে সক্ষম রাফাল বিমানগুলি।