কলকাতা ব্যুরো: প্রয়োজনে কাঠামো পরিবর্তন করুন। কিন্তু বিক্রি করবেন না দেশের গর্ব এয়ার ইন্ডিয়াকে। মঙ্গলবার রাজ্য সভায় কেন্দ্রীয় সরকারের কাছে এই আর্জি জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী।
এদিন তিনি বন্দে ভারত মিশনের আওতায় বিদেশ থেকে প্রচুর ভারতীয়কে ফেরত আনার ব্যবস্থা করার জন্য কেন্দ্রকে ধন্যবাদ জানান তারপরেই তৃণমূলের ওই সাংসদের ইয়র্কার, কিন্তু ওই কাজ করলো কে? করেছে এয়ার ইন্ডিয়া। সেই প্রসঙ্গেই এ কথা বলেন তিনি।