কলকাতা ব্যুরো: শনিবার ৮৫ জনকে নিয়ে দেশে ফিরল ভারতীয় বায়ুসেনার বিমান। এদিন সকালে বায়ুসেনার সি-১৩০জে বিমান কাবুল বিমানবন্দর থেকে রওনা দেয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়ায় আজ বায়ুসেনার বিমান কাবুল থেকে রওনা দেয়। এরপর তাজিকিস্তানে তেল ভরার জন্য থামে।

সূত্রের খবর, দূতাবাসের সমস্ত কর্মীরা ফিরে এলেও আফগানিস্তানে এখনও আটকে পড়ে আছেন প্রায় হাজার খানেক ভারতীয়। যেহেতু সবাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাই তাঁদের অবস্থান এবং পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, ১৫ আগস্ট ভারতীয় বায়সেনার দুটি সি-১৭ বিমান কাবুলে ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন এবং দূতাবাসের কর্মীদের দেশে ফেরাতে রওনা দেয়। সেই বিমান দুটিতে ফেরেন ভারত-তিব্বত সীমান্তে প্রহরারত প্রায় ১৫০ জওয়ান। কাবুল বিমানবন্দরে প্রবল গণ্ডগোলের মধ্যেও নিরাপদে ফিরে আসে বিমান দুটি। এরপর পরিস্থিতি বিগড়ে গেলে সাময়িকভাবে উড়ান বন্ধ থাকে।            

Share.
Leave A Reply

Exit mobile version