কলকাতা ব্যুরো: অবশেষে বাংলার দিকে নজর দিলো এআইসিসি। দীর্ঘদিন পর বঙ্গ কংগ্রেসের জন্য পর্যবেক্ষক নিয়োগ করল হাইকম্যান্ড। তামিলনাড়ুর সাংসদ চেল্লা কুমারকে বঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হল। তিনি তামিল রাজ্যের কৃষ্ণগিরির সংসদ। তবে সাময়িকভাবে প্রদেশের দেখভাল করবেন বলে এআইসিসির তরফে জানান হয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে থেকেই বঙ্গ কংগ্রেসের কোনও পর্যবেক্ষক ছিল না। বিধানসভা ভোটের আগে উত্তরপ্রদেশের জিতিন প্রসদাকে রাজ্য কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ভোটের আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। যার ফলে পর্যবেক্ষক ছাড়াই বিধানসভা নির্বাচনে নামতে হয় প্রদেশ কংগ্রেসকে। ফলাফল, রাজ্যে কংগ্রেস শূন্য হয়ে যাওয়া।
বিধানসভায় হতশ্রী ফলাফলের পর থেকেই রাজ্যে বেহাল দশা হাত শিবিরের। দলের নেতারা দিশাহীন। সংগঠনের অবস্থা তথৈবচ। পর্যবেক্ষক না থাকার ফলে কেন্দ্রীয় স্তরেও রাজ্যের সমস্যার কথা ঠিকমতো পৌঁছচ্ছে না। এই পরিস্থিতিতে সম্প্রতি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে পর্যবেক্ষক নিয়োগের আবেদন জানান প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তারপরই চেল্লা কুমারকে পর্যবেক্ষক নিয়োগ করল এআইসিসি। যদিও সেটা অস্থায়ীভাবে। আসলে রাজ্যে কংগ্রেসের খারাপ হাল এবং গোষ্ঠীদ্বন্দ্বের বহর দেখে কেউই দায়িত্ব নিতে চাইছিল না। সেকারণেই অপেক্ষাকৃত অনামী চেল্লাকুমারকে এই দায়িত্ব দেওয়া হল।
অন্যদিকে বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন প্রদেশ সভাপতি ও লোকসভার কংগ্রেস সংসদীয় দলের নেতা অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, মোদির উদাসীনতায় লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে কোভিডে। বিভিন্ন দেশে যখন চারবার ভ্যাকসিন দেওয়া চলছে তখন ভারতে দু’বার। কোনও তথ্য দেওয়া হয়না। রাজ্যের শাসকদলের বিরুদ্ধেও এদিন সরব হন প্রদেশ সভাপতি। তাঁর অভিযোগ বহু পঞ্চায়েতে অনাস্থা আনা হয়েছে। কিন্তু পুলিশ দিয়ে তা আটকে রাখা হচ্ছে।