কলকাতা ব্যুরো : বিশিষ্ট সমাজসেবী এবং আর্য সমাজের নেতা স্বামী আগ্নিবেশ মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০। আজ সন্ধ্যায় দিল্লির ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সাইন্সেস এ তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর লিভার সিরোসিসে ভুগছিলেন তিনি। পরে মাল্টি অর্গান ফেইলুরের জন্য তার মৃত্যু হয়।

Share.
Leave A Reply

Exit mobile version