মৈনাক শর্মাকমেনি ভারত-চিন সীমান্ত উত্তেজনা। এরই মধ্যে দেখা গেছে ভারতের ডেঞ্চকে এলাকাতে চিনা লাল ফৌজের অনুপ্রবেশ। কেবল অনুপ্রবেশ বললে ভুল হবে, একেবারে পোষ্টার হাতে দিল্লির নীতির বিরোধিতা করতে সীমান্ত অতিক্রম করে বিক্ষোভ মিছিল করে চিনা লাল ফৌজ। ব্যাপারটা আশ্চর্য্জনক হলেও, ঠিক এইভাবেই দালাই লামার জন্মদিন পালনকে কেন্দ্র করে ডেঞ্চকে সীমায় পৌছে বিক্ষোভ মিছিল করে চিনা সেনা।
জুলাই মাসের ৬ তারিখ পালন হয় বৌদ্ধ গুরু দালাই লামার জন্মদিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে শুভেচ্ছা জানান দেশ বাসীকে। ঠিক সেই দিনেই তিব্বত নায়ক দালাই লামাকে নিয়ে ভারতের নীতির বিরোধিতা করে তিব্বত লাগোয়া ডেঞ্চকে কাছে কোয়ুল গ্রামে পোষ্টার হাতে বিরোধ প্রদর্শন করে চিনা সেনা। দালাই লামার জন্মদিন পালন করা নিয়ে ওই এলাকায় কার্যত ধমক দেয় চিনা লাল ফৌজ। প্রায় ৩০ মিনিট চলে বিক্ষোভ মিছিল। পরে ঘটনা স্থলে ভারতীয় সেনা পৌঁছালে পালিয়ে যায় চিনা সেনা।
স্থানীয় সূত্রর বক্তব্য, গ্রামের কমিউনিটি সেন্টারে পালন হচ্ছিল দালাই লামার জন্ম উৎসব। সেই সময়ে পাঁচটি গাড়ি নিয়ে হাজির হয় চিনা সেনা। কিন্তূ ভারতীয় সেনা তরফে পোস্টার হতে চিনা সেনার বিরোধকে শিকার করলেও সীমা অতিক্রমকে মানতে নারাজ ভারতীয় সেনার উচ্চ আধিকারিকরা।
ভারতীয় এলাকাতে চিনের অনুপ্রবেশ নতুন সমস্যা নয়। এর আগেও বহুবার ঘটেছে এমন ঘটনা। তবে পোস্টার হতে সীমায় পৌছে বিক্ষোভ মিছিল সম্পুর্ন ভাবে নতুন পদক্ষেপ চিনা তরফে। তিব্বতকে নিজের নিয়ন্ত্রণে রাখলেও, তিব্বত লাগোয়া ভারতের ডেঞ্চক এলাকাটিকে নিজের ভূখণ্ড বলে দাবি করে চিন। চিনা মানচিত্রে ডেঞ্চক এলাকার নাম পারিগাস।২০২১ সালের ২ রা জুলাই সম্পুর্ন হয় চিনা কমিউনিস্ট পার্টির ১০০ বছর। কিন্তু শ্রীলঙ্কা পাকিস্থান সহ চীনের প্রভাব থাকা দেশ গুলী এই দিন উদযাপন করে। কিন্তু প্রতিবেশী দিল্লির তরফে জানানো হয়নি কোনো প্রতিক্রিয়া। অন্য দিকে তিব্বত নায়ক দালাই লামার জন্মদিন পালন নিয়ে ২০১৯ সালেও আপত্তি জানায় বেজিং। বিশ্লেষকদের মতে ঠিক এই কারণেই এল এ সি তে অভিনব কায়দায় দিল্লির নীতির বিরোধিতা করে চিন।