কলকাতা ব্যুরো: সেই বিতর্কিত নীরা রদিয়া আবার খবরের শিরোনামে। এবার ৩০০ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে, দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি শাখা নীরা রাদিয়া, তার বোন করুণা মেনন সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। গুরুগাও এবং দিল্লিতে দুটি হাসপাতাল তৈরির জন্য ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে তা অন্য একাউন্টে সরিয়ে ফেলার অভিযোগে এক বিখ্যাত চিকিৎসক তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই চিকিৎসক প্রথম থেকে ওই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু পরে তার মনে হয়েছে ব্যাংকের ঋণ নিয়ে প্রতারণা করা হচ্ছে।কয়েক বছর আগে লবি ইস্ট হিসেবে পরিচিত নিরা রাদিয়ার নাম প্রকাশ্যে আসে। সেই বিতর্কের পর একসময় নিজে স্বাস্থ্য ব্যবসার সঙ্গে যুক্ত হোন তিনি। এরইমধ্যে দিল্লি ও গুরগাঁও এ দুটি হাসপাতালের জন্য তিনি ৩১২ কোটি টাকার উপরে ঋণ নেন। কিন্তু সেই টাকা এবার সরিয়ে দেওয়ার অভিযোগে আবার বিতর্কে নিরা রাদিয়া।