কলকাতা ব্যুরো: শুক্রবার রাতের পর রবিবার রাত আগুন লাগলো বউবাজারের প্রায় একই এলাকায়। এবার এলআইসি বিল্ডিং এ আগুন লাগে। অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে সেখান থেকে উদ্ধার করা হয়। তাদের পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। তারা সকলেই ওই বিল্ডিং এর চারতলার ক্যান্টিনে কাজ করেন। রাতে যখন আগুন লাগে তখন তারা সেখানেই ঘুমিয়ে ছিলেন।
শুক্রবার রাতে বউবাজারের যে বিল্ডিং এ আগুন লেগেছিল তার থেকে ২০০ মিটারের মধ্যে এই এলআইসি বিল্ডিং। রাতে সেখানে আগুন লাগার পর প্রায় ৪০ মিনিট ওই কর্মীরা সেখানে আটকে ছিলেন। পরে পুলিশ ও দমকল ফায়ার এক্সিট দিয়ে সেখানে ঢুকে তাদের উদ্ধার করে। কর্মীরা জানিয়েছেন, প্রথমে একটি বিকট আওয়াজ হয়। চারতলা থেকে কয়েকজনের চিৎকার শোনা যায়। এর পরেই কালো ধোঁয়ায় ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে দমকলের ইঞ্জিন। পুলিশ আসে। তারপর প্রায় ভোর পর্যন্ত চেষ্টায় আগুন আয়ত্তে আনে। দমকল মনে করছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে জখমদের। তাদের মধ্যে এক মহিলার অবস্থা সঙ্কটজনক।
Previous Articleসাপ্তাহিক রাশিফল
Next Article পুজোয় ধুতি-পাঞ্জাবিতে বাঙালির মন জয়ের চেষ্টা মোদীর