কলকাতা ব্যুরো: শুক্রবার রথযাত্রা। পুরী সহ সর্বত্র চলছে রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতার ইসকনের রথের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মায়াপুরের ইসকন মন্দির, মাহেশ, গুপ্তিপাড়া ও কলকাতায় বেশ কয়েকটি প্রাচীন-ঐতিহ্যবাহী রথ বের হয়। সব জায়গাতেই চলছে তুলির শেষ টানের কাজ।
গত দু’বছরে করোনার আতঙ্ক কাটিয়ে লাখো লাখো ভক্ত মেতে উঠবে রথযাত্রা উৎসবে। জোর কদমে চলছে মায়াপুর ইসকনের রথের শেষবেলার প্রস্তুতি। রথের চাকায় রঙের প্রলেপ লাগানো ইতিমধ্যেই শেষ। এখন সেই মাহেন্দ্রক্ষনের অপেক্ষায় ভক্তরা। কখন টান পড়বে জগন্নাথ দেবের রথের রশিতে।
ইতিমধ্যেই মায়াপুর ইসকন থেকে তিনটি পৃথক রথ রাজাপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি পৃথক রথ আসবে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে।
এবারের বিশেষ আকর্ষণ, পুরীর বলরামের রথের চাকা আনা হয়েছে মায়াপুর ইসকন মন্দিরে। পাশাপাশি ইসকন কর্তৃপক্ষের আবেদন জানিয়েছিলেন, রেল কর্তৃপক্ষকে রথের দিন এবং উল্টো রথের দিন স্পেশাল ট্রেন দেওয়ার জন্য।
ইতিমধ্যেই শিয়ালদহ ও হাওড়া দুটি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে ওই দিনের জন্য। সেইমতোই রেল কর্তৃপক্ষ ২টি রেলের ব্যবস্থা করেছে। তাই রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ইসকন কর্তৃপক্ষ।