মৈনাক শর্মা :

নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর বুধবার তার শপথ গ্রহণ। তাই সকাল ১০ টা ৪৫ মিনিটে তৃতীয় বারের মতো মুখ্যমন্ত্রি হিসাবে শপথ গ্রহণে রাজ ভবনে উপস্থিত হন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তূ করোনা র দ্বিতীয় ঢেউ যখন উর্ধে , তাই শপথ গ্রহণে র পরই রাজধর্ম পালনে ব্যস্ত হয়ে পড়েন মাননীয়া। তাছাড়া ভোটে জয়ের পরই রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতীক হিংসা থামাতে রাজ ভবনে দাড়িয়েই মুখ্য সচিব ও সরাস্ত্র সচিব কে নির্দেশ ” ২৪ ঘন্টার মধ্যেই রাজ্যকে শান্ত দেখতে চায়”

তবে আপাতত সব চেয়ে বেশি চিন্তা করোনা মোকাবিলা। তাই সম্পুর্ণ লক ডাউনে রাজি নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , আংশিক লক ডাউনের পথেই রাজ্য। যাতায়াতে বাঁধা না থাকলেও নিয়ন্ত্রণ করা হয় বেশ কিছু ক্ষেত্রে। বন্ধ থাকবে জিম, মল, সুইমিং, রেস্তোরাঁ। তবে চালু থাকছে অনলাইন ফুড ও শপিং ডেলিভারি। নিষিদ্ধ করা হয় রাজনৈতীক জমায়েত। ৫০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়।যদিও তাতে নিতে হবে প্রয়োজনীয় অনুমতি।সকাল ১০ টা পর্যন্ত খোলা থাকবে সব দোকানপাট।১২ টা থেকে ৩ টে পর্যন্ত খোলা থাকবে গহনার দোকান এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায।

নিয়ন্ত্রণ করা হয় পরিবহনেও। কাল থেকেই বন্ধ করা হয় লোকাল ট্রেন।মেট্রো সহ গণ পরিবহন ৫০ শতাংশ থাকবে। বিমানে আশা যাওয়া করতে গেলে লাগবে কভিড নেগেটিভ রিপোর্ট।

১০ টা থেকে ২ খোলা থাকবে ব্যাংক। বেসরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী থাকতে হবে ওয়ার্ক ফ্রম হোম।

Share.
Leave A Reply

Exit mobile version