এক নজরে

ন্যাশনাল হেরাল্ডের সদর দফতরে হানা ইডির

By admin

August 02, 2022

কলকাতা ব্যুরো: সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করার পর এবার ইডির নজরে ন্যাশনাল হেরাল্ডের সদর দফতর। মঙ্গলবার নয়া দিল্লির ন্যাশনাল হেরাল্ডের সদর দফতর সহ দিল্লির ১২ জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। এদিন সকাল ১০টা নাগাদ হেরাল্ড হাউসের চতুর্থ তলায় ইডি আধিকারিকরা হানা দেন। দুপুরেও তল্লাশি অব্যাহত।

উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় এদিন দিল্লির একাধিক জায়গায় অভিযানে নামে ইডি। সূত্রের খবর, টাকা নয়ছয় মামলায় দিল্লিতে কংগ্রেসের মালিকানাধীন ন্যাশনাল হেরাল্ড পত্রিকার অফিস সহ ১২টি জায়গায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তদন্তকারী সংস্থা কলকাতার বেশ কয়েকটি স্থানেও অভিযান নেমেছে।

গত ২৭ জুলাই কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় তৃতীয় দফায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। এর আগে কংগ্রেস নেতা পবন বনসাল এবং মল্লিকার্জুন খাড়গেকেও ইডি জিজ্ঞাসাবাদ করেছে। গত জুন মাসে রাহুল গান্ধীকে এই মামলায় ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। পাঁচ দিনে ৫০ ঘন্টারও বেশি সময় ধরে চলে রাহুলকে জিজ্ঞসাবাদ। গত বছরের শেষে ন্যাশানাল হেরাল্ড মামলায় নতুন করে তৎপর হয় ইডি।