এক নজরে

#SSCRecruitment: নিয়োগপত্র পেয়েও যোগ দেননি, বিস্ময়কর দাবি ৩ শিক্ষকের

By admin

March 07, 2022

কলকাতা ব্যুরো: স্কুলে বেআইনি শিক্ষক নিয়োগ মামলায় ফের তলব এসএসসির উপদেষ্টা, প্রাক্তন চেয়ারম্যান সহ তিনজনকে। বুধবার বেলা দুটোয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তাদের হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বুধবার ওই তিনজনকে প্রামাণ্য নথি শুনানিতে দেওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে ২০১৮ সালে এই সিংহভাগ বিতর্কিত নিয়োগ করা হয়েছিল ২০ মার্চ। এর পেছনে কোন রহস্য আছে কিনা, তা জানতে চায় আদালত।

বেআইনি নিয়োগের কথা উল্লেখ করে, ৬ গণিত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্ট যে ৬ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল, তার মধ্যে তিন শিক্ষকই তাঁদের আইনজীবী মারফত দাবি করলেন, তাঁদের নামে নিয়োগপত্র দেওয়া হয়েছিল ঠিকই। কিন্তু তাঁরা কেউই চাকরি নেননি। ফলে, চাকরি বাতিলের প্রশ্নও ওঠে না। তিন গণিত শিক্ষকের এহেন দাবিতে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি।

সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে ৬ গণিত শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি ছিল। অভিযোগ ছিল, নিয়মবহির্ভূত ভাবে নবম-দশম শ্রেণির গণিত শিক্ষক পদে তাঁদের চাকরি দেওয়া হয়েছে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এদিন এক আবেদনে তিন শিক্ষক দাবি করেন,  তাঁরা কেউই গণিতের নবম-দশম শ্রেণির শিক্ষক পদে চাকরি করেন না। দাবি অনুযায়ী, তাঁদের একজন পার্শ্বশিক্ষক, একজন পার্ট টাইম টিচার এবং আর একজন বর্তমানে বেসরকারি কলেজে শিক্ষকতা করেন। তাই বেআইনি নিয়োগের অভিযোগে চাকরি বাতিলের প্রশ্ন কী করে ওঠে? এ বিষয়ে আদালতের হস্তক্ষেপও তাঁরা দাবি করেন।

যদিও মুর্শিদাবাদ জেলার ডিআই পালটা দাবি করেন, এ দিন তিন আবেদনকারী শিক্ষকই নিয়োগপত্র পেয়েছেন। ডিআইয়ের এই দাবিতে আদালতকক্ষে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ধন্দ থেকেই তিন নিয়োগপ্রার্থীকে হলফনামা জমা দিতে বলল আদালত। নিয়োগপত্র হাতে পেয়েও তাঁরা তিন জন যে চাকরি গ্রহণ করেননি, তা হলফনামায় বিশদ ভাবে উল্লেখ করতে হবে। এ জন্য সাত দিন সময় দিয়েছে সিঙ্গল বেঞ্চ।
মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইঙ্গিত দেন, তার পরেই সে বছর পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছিল। এমনকি ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও এই নিয়োগ হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দেন মামলাকারীরা। সেই নথি পরের দিন খুঁজে আনার আশ্বাস দেন আইনজীবী। আগামীতে এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হতে পারে বলে এদিন এজলাসে ইঙ্গিত দিয়েছেন বিচারপতি।