এক নজরে

বাংলার পর কেরল, করোনার দেহ পাবে পরিবার

By admin

June 29, 2021

কলকাতা ব্যুরো: করোনা য় মৃতদের শেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে পশ্চিমবঙ্গের পর কেরালা আরও একধাপ এগিয়ে গেল। এখন থেকে করোনা আক্রান্ত হয়ে মৃতের দেহ বাড়িতে এক ঘন্টার জন্য নিয়ে যাওয়া যাবে বলে জানিয়ে দিলো কেরালা সরকার। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজন মঙ্গলবার বলেছেন, যারা করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, তাদের পরিবার শেষ শ্রদ্ধা জানাতে সুযোগ পাচ্ছে না। তাই অন্তত এক ঘন্টার জন্য দেহ বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ এখন থেকে দেওয়া হবে পরিবারগুলিকে।

গতবছর কলকাতা হাইকোর্টের নজিরবিহীন নির্দেশের পর পশ্চিমবঙ্গ করোনা আক্রান্তদের মৃত্যু হলে দেহ পরিবারকে দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। হাইকোর্ট বেশ কিছু শর্ত আরোপ করে দেহ দেখতে দেওয়ার জন্য। হাইকোর্ট মৃতদেহের সম্মানের দিকে গুরুত্ব দিয়ে এই নির্দেশ দেয়। ফলে দেশের মধ্যে এতদিন একমাত্র পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে মৃতের পরিবার দেহ দেখার সুযোগ পায়।এমনকি মৃতদেহ সৎকারের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গে পরিবার অনেকটাই সঙ্গে থাকতে পারে শেষ যাত্রার। গতবছর হাইকোর্ট যখন এই নির্দেশ দিয়েছিল, তখন গেল গেল উঠেছিল। যদিও বিশেষজ্ঞরা বলছেন, মৃতদেহ ভাইরাস থাকে না। ফলে অযথা মৃতদেহ নিয়ে আতঙ্ক ছড়ানোর কারণ নেই।

দেশের অন্যান্য অংশে করোনা যথেষ্ট নিম্নগামী হলেও, কেরালায় গত ২৪ ঘন্টায় প্রায় সাড়ে ১৩ হাজার মানুষ করোনাই আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ১০৩ জন। এরইমধ্যে কেরালা সরকারের এমন সিদ্ধান্ত যথেষ্ট সাহসী পদক্ষেপ হিসেবে দেখছে নাগরিক সমাজ। কারণ দেশের প্রায় সর্বত্রই করোনায় মৃত দেহ সৎকারেরের ক্ষেত্রে যথেষ্ট অসম্মানের অভিযোগ উঠছে বিভিন্ন রাজ্য থেকে। এমন কি বিহার, উত্তর প্রদেশ থেকে দেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ নিয়ে সরগরম হয়েছে দেশ। সুপ্রিমকোর্ট বিষয়টি নিয়ে সতর্ক করেছে।এই অবস্থায় পশ্চিমবঙ্গের পর কেরালা সরকার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলেও দেহের প্রতি সম্মান জানাতে পরিবারকে বাড়িতে দেহ নিয়ে যাওয়ার সুযোগ দেওয়ায় যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ হিসেবে মনে করছে নাগরিক সমাজ।