এক নজরে

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ভাসলো কলকাতা থেকে খুলনা হয়ে সিলেট

By admin

July 08, 2021

কলকাতা ব্যুরো: বুধবার দুপুর থেকে ঘণ্টা দুয়েকের বৃষ্টিতে ভাসলো কলকাতা। একইসঙ্গে এদিন টানা বৃষ্টিতে বাংলাদেশের সিলেট থেকে খুলনায় জল থৈ থৈ অবস্থা।এদিন কলকাতার গোলপার্ক এলাকায় সর্বোচ্চ ১১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে বাংলাদেশের সিলেট জেলায় বৃষ্টি হয়েছে ১৫৩ মিলিমিটার, খুলনায় ১৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিন বেলা তিনটে থেকে মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ ধেয়ে আসে কলকাতা ও আশপাশের এলাকায়। নাগারে বৃষ্টি আর ঘনঘন বাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথম ঘণ্টাখানেকের মধ্যেই কলকাতার উত্তর থেকে দক্ষিণে অন্তত ১০ টি এলাকায় প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়। দ্বিতীয় ঘন্টায় বৃষ্টির তোড় কিছুটা কমলেও, ততক্ষণে শহরের জলছবি অবস্থা।মানিকতলা থেকে কালীঘাট, সেন্ট্রাল এভিনিউ, বিধানসভা, হাইকোর্ট, আলিপুর, বেহালা, ঠাকুরপুকুর, ঢাকুরিয়ায় জল দাঁড়িয়ে যায়, কোথাও কোথাও হাঁটু সমান, কোথাও কোমর জল।

প্রবল জলোচ্ছাসে একসময় গঙ্গায় জল যাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। বৃষ্টিতে রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ায় ট্রাফিক ব্যবস্থা কয়েক ঘণ্টার জন্য ভেঙে পড়ে। বেশকিছু রাস্তায় ট্রাফিক জ্যাম হয়ে যাওয়ায় গাড়ি নড়াচড়া বন্ধ হয়ে যায়। আবার বহু এলাকায় পুকুর, খাল উপচে জল নেমে আসে রাস্তায়। বেহালা এলাকার সবচেয়ে পরিস্থিতি খারাপ হয়। তবে সন্ধ্যের পরে আর জোরে বৃষ্টি না হওয়ায় জল দ্রুত নামতে শুরু করে মূল শহর থেকে। আবহাওয়া দপ্তরের অবশ্য পূর্বাভাস, আগামী কয়েকদিন মেঘলা আর বৃষ্টির মধ্যেই থাকতে হবে দুই বাংলাকে