কলকাতা ব্যুরো: অবশেষে কাটলো পদকের খরা৷ দীর্ঘ ৪১ বছর পর মনপ্রীত সিং বাহিনীর হাত ধরে ভারতের ঝুলিতে এলো পদক৷ রুদ্ধশ্বাস ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিলো ভারতীয় পুরুষ হকি দল। সোনা, রুপো না পেলেও মনপ্রীতদের খালি হাতে ফিরতে হচ্ছে না৷ ব্রোঞ্জ পদক গলায় নিয়েই টোকিয়ো থেকে ফিরবেন মনপ্রীত সিং অ্যান্ড কোম্পানি ৷ জানা গিয়েছে, অসাধারন এই সাফল্যের উপহারস্বরূপ ১ কোটি টাকা করে আর্থিক পুরস্কার পেতে চলেছেন পঞ্জাবের হকি প্লেয়াররা। বৃহস্পতিবার মনপ্রীতরা পদক পাওয়ার পর এই খবর ঘোষণা করে পঞ্জাব সরকার।

পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী রানা গুরমিত সিং সোধি বৃহস্পতিবার টুইটারে লেখেন, ‘ভারতীয় হকির এই ঐতিহাসিক দিনে পঞ্জাবের প্রত্যেক প্লেয়ারদের জন্য ১ কোটি টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করতে পেরে আমি উচ্ছ্বসিত। অলিম্পিকের পদক জয়ের পর তোমাদের সঙ্গে সেলিব্রেশনের জন্য তোমাদের ফিরে আসার অপেক্ষায় রয়েছি।’

এর আগে ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে সোনা জিতেছিল ভারত। তারপরে বহুবার অলিম্পিকে অংশ নিলেও ট্রফি আসেনি দেশে। এবার প্রথম থেকেই খুব ভালো ফর্মে ছিলেন সিমরনজিৎরা। ভারত শেষ বার অলিম্পিক্স হকিতে সেমিফাইনাল খেলেছিল ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক্সে। সে বার পাকিস্তানের কাছে ০-২ গোলে হেরে যায় তারা।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৭ গোলে হার থেকে অলিম্পিকসে ব্রোঞ্জ জয়৷ টোকিয়োয় রোলার কোস্টারের মতো ছিল মনপ্রীত সিংদের জার্নি৷ তবে টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ গোল হজম করতে হয়েছিল মেন ইন ব্লু-দের৷ সমালোচনায় বিদ্ধ হয়েছিল ভারতীয় পুরুষ হকি দল ৷ কিন্তু ব্যর্থতার রেশ ঝেড়ে ফেলে পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছিলেন মনপ্রীত, হার্দিকরা।

এদিন জার্মানির বিরুদ্ধে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচটিও ছিল রোলার কোস্টারের মতো৷ বৃহস্পতিবার শুরুতেই পিছিয়ে পড়েছিল ভারত৷ ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে ভারতের জালে বল জড়ায় জার্মানি৷ গোল করেন অধিনায়ক তোবিয়াস হউকে৷ দ্বিতী য় কোয়ার্টারে দলকে সমতায় ফেরান সিমরনজিৎ সিং৷ এরপরেই দ্বিতীয় কোয়ার্টারে আরও একটি গোল করে ফের এগিয়ে যায় জার্মানি৷ তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি৷ মিনিট দুয়েকের মধ্যে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হার্দিক সিং৷

দ্বিতীয় কোয়ার্টারের শেষে আরও একটি পেনাল্টি কর্নার পায় ভারত৷ গোল করে দলকে সমতায় ফেরানোর সুযোগ মিস করেননি হরমনপ্রীত সিং ৷ দ্বিতীয় কোয়ার্টারে চার চারটি গোল হয় ৷ এরপর তৃতীয় কোয়ার্টারের প্রথমেই গোল করে ভারতকে এগিয়ে দেন রুপিন্দর সিং ৷ জার্মানি শিবিরের বুকে কাঁপন ধরিয়ে মিনিট তিনেকের পর আরও একটি গোল করে ব্যবধান ৫-৩ করেন সিমরনজিৎ সিং ৷ এরপর ম্যাচের ৪৮ মিনিটে লুকাস উইনফেডারের গোলে ব্যবধান কমায় জার্মানি৷ ৫-৪ অবস্থায় ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার পায় জার্মানি ৷ গোটা টুর্নামেন্টে দারুণ পারফর্ম করা গোলরক্ষক শ্রীজেশের বড় পরীক্ষা ছিল ওই কয়েক সেকেন্ডে ৷ স্নায়ুর চাপ বজায় রেখে জার্মানিকে আটকে দিতে সক্ষম হন তিনি ৷

এদিকে ম্যাচের শেষ বাঁশি বাজতেই শুভেচ্ছার ঢল নামে সোশাল মিডিয়ায়৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খানরা ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ ৭৫ তম স্বাধীনতা দিবসের আগেই অলিম্পিকসের মঞ্চে উড়ছে তেরঙ্গা ৷ মনপ্রীত সিংদের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ টুইটারে তিনি লেখেন, “ঐতিহাসিক ! এমন একটা দিন যা প্রতিটি ভারতীয়র স্মৃতিতে থেকে যাবে ৷ ব্রোঞ্জ নিয়ে আসার জন্য পুরুষ হকি দলকে শুভেচ্ছা ৷ এই সাফল্যে তাঁরা গোটা দেশের কল্পনাকে ধারণ করেছে ৷ বিশেষ করে যুব সমাজের প্রেরণা এই সাফল্য ৷ তোমাদের জন্য গর্বিত দেশ ৷”

পরে হিন্দিতে আরও একটি টুইট করেন তিনি ৷ যেখানে আত্মবিশ্বাসে ভরপুর মনপ্রীতদের যুব সমাজের অনুপ্রেরণা বলেছেন তিনি ৷ প্রধানমন্ত্রী লেখেন, “প্রফুল্লিত ভারত! প্রেরিত ভারত ! গর্বিত ভারত ! টোকিয়োয় হকি দলের এই দারুণ জয় গোটা দেশের গর্ব ৷ এটাই নতুন ভারত ৷ আত্মবিশ্বাসে ভরপুর ভারত ৷ হকি দলকে আবারও অভিনন্দন এবং শুভকামনা জানাই ৷”

ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

শুভেচ্ছা বার্তা এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও ৷ টুইটারে তিনি লিখেছেন, “দেশের জন্য আরও একটি গর্বের মুহূর্ত ৷ টোকিয়ো অলিম্পিকসে ব্রোঞ্জ জেতার জন্য ভারতীয় পুরুষ হকি দলকে শুভেচ্ছা ৷ যে মানসিক দৃঢ়তা এবং জেতার মনোভাব নিয়ে তোমরা খেলেছ তা আগামী প্রজন্ম মনে রাখবে ৷ ওয়েলডান !”

ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলছেন, “এমন একটা মুহূর্তে স্থির থাকতে পারছি না ৷ তোমরা করে দেখিয়েছ ৷ অলিম্পিকসের ইতিহাসে নিজেদের নাম খোদাই করে ফেলল আমাদের পুরুষ হকি দল ৷ আমরা তোমাদের নিয়ে গর্বিত ৷”

প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু লিখেছেন, “৪১ বছর পর! ভারতীয় হকি এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সোনার মুহূর্ত ৷ অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে ৷ জার্মানিকে হারিয়ে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জিতেছে ৷ গোটা দেশ এখন সেলিব্রেশনের মুডে৷ ভারতীয় হকি দলকে শুভেচ্ছা ৷”

টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কবীর ওরফে শাহরুখ খানও।

তবে এদিন ভারতীয় হকি দলের সাফল্যে আনন্দে মাতলো কাশ্মীর থেকে কন্যাকুমারী ৷ জার্মানিকে হারিয়ে হকিতে ভারতের ব্রোঞ্জ পদক নিশ্চিত হতেই শুরু হয়েছে সেলিব্রেশন ৷ জম্মু কাশ্মীরের হকি খেলোয়াড়রা উদযাপনে মেতে ওঠেন ৷ পাশাপাশি পঞ্জাবে হকি দলের সদস্যদের পরিজনেরা মিষ্টিমুখ, নাচ গানে মেতে ওঠেন ৷ মণিপুরে ঢোল বাজিয়ে, পটকা ফাটিয়ে ও ট্র্যাডিশনাল নাচে জয় উদযাপন শুরু হয় ৷ অন্যদিকে কেরালার এর্নাকুলামে গোলরক্ষক পি আর শ্রীজেশের বাড়িতে এখন অকাল দিওয়ালি৷ ছেলের পারফরম্যান্সে খুশিতে চোখে জল শ্রীজেশের বাবা পিভি রবীন্দ্রনের ৷

ইতিমধ্যে ভারোত্তোলনে চানু প্রথম রৌপ্য পদক পেয়েছেন। দ্বিতীয় পদক আসে ব্যাডমিন্টনে পি ভি সিন্ধুর হাত ধরে, দেশকে ব্রোঞ্জ এনে দেন তিনি। বুধবার তৃতীয় পদক বক্সিংয়ে পেয়েছেন লভ্লিনা, তিনিও ব্রোঞ্জ জিতেছেন। চতুর্থ পদক আসে বৃহস্পতিবার সকালে পুরুষ হকি দলের জার্মানিকে হারানোর মাধ্যমে ব্রোঞ্জ জয়। অন্যদিকে একটি পদক ফাইনালে উঠে নিশ্চিন্ত করেছেন কুস্তীগির রবিকুমার। রবি হয় সোনা কিংবা রুপোর মধ্যে একটি পাবেন। এই নিয়ে ৫ টি পদক আসছেই।

এছাড়া জ্যাভলিন থ্রোতে নিরাজ চোপড়া ফাইনালে উঠেছে যথেষ্ট ভালো খেলে, সুযোগ থাকছে পদকের। পাশাপাশি মহিলা হকিতে ব্রোঞ্জের জন্য লড়বে ভারত। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত লন্ডন অলিম্পিককে টপকে যেতে পারে নাকি তারা। ২০১২-এর লন্ডন অলিম্পিকে ভারত ২ টি রুপা এবং ৪ টি ব্রোঞ্জ পেয়েছিলো।

Share.
Leave A Reply

Exit mobile version