এক নজরে

Kabul Blast: কাবুলের সেনা হাসপাতালের বাইরে জোড়া বিস্ফোরণ

By admin

November 02, 2021

কলকাতা ব্যুরো: আবারও বিস্ফোরণে কেঁপে উঠলো আফগানিস্তান। মঙ্গলবার প্রথমে কাবুলের সর্দার মহম্মদ দাউদ খান মিলিটারি হাসপাতালের বাইরে আচমকাই বিস্ফোরণ হয়। এরপরেই দ্বিতীয় বিস্ফোরণটিও আরেক সেনা হাসপাতালের কাছাকাছি একটি এলাকায় ঘটে বলে দাবি স্থানীয়দের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন গুলি বর্ষণের আওয়াজ শোনা গিয়েছে। 

এ প্রসঙ্গে আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ খস্তি জানিয়েছেন, হাসপাতালের বাইরে বিস্ফোরণ হওয়ায় কারণে অনেকেই আহত হয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছেন, সে বিষয়ে কোনও তথ্য দেননি তিনি। সূত্রের খবর, ঘটনায় কমপক্ষে ২০ জন মৃত। জখম ৫০-এরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও তালিবান সরকারের কোনও মন্ত্রী বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে সিকিউরিটি ফোর্স। অ্যাম্বুল্যান্সে করে এলাকা থেকে আহতদের বের করে নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ওই হাসপাতালে থাকা এক চিকিৎসক জানিয়েছেন তিনি গেটে বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপরেই ওই চিকিৎসক সহ হাসপাতালে থাকা সকলকেই নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়। তিনি জানিয়েছেন, লুকিয়ে থাকার সময় প্রবল গুলিবৃষ্টির আওয়াজ শুনতে পেয়েছেন তিনি।

চলতি মাসের প্রথম দিকে একইভাবে কেঁপে উঠেছিল আফগানিস্তান। ওই দেশের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই বিস্ফোরণে ১০০-এর বেশি মানুষ মারা গিয়েছিলেন। সে সময় তালিবানের এক নেতা ওই ভয়াবহ বিস্ফোরণের কথা স্বীকার করে নিয়েছিলেন।

গত ৯ অক্টোবর বেলা দেড়টা নাগাদ আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের উত্তর দিকে একটি মসজিদে এই ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু মানুষ বিস্ফোরণের সময় শুক্রবারের নামাজ পড়তে হাজির ছিলেন। সে সময় একটি আত্মঘাতী বিস্ফোরণের জেরেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছিল।