কলকাতা ব্যুরো: কার্যক্ষেত্রে তালিবান আছে তালিবানেই। তারই সাক্ষী থাকল গোটা বিশ্ব ৷ যা দেখে কপালে ভাঁজ পড়েছে আন্তর্জাতিক মহলের ৷ কাবুলের রাস্তায় মহিলা বিক্ষোভকারীদের আন্দোলনের খবর কভার করার জন্য ধৃত সাংবাদিকদের নৃশংসভাবে মারধর করেছে তালিবান ৷ জখম হওয়া সাংবাদিকদের ছবি দেখে শিউড়ে উঠেছে দুনিয়া ৷

এ রকম দু’টি ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে ৷ পোস্ট করা ছবিতে দু’জন সাংবাদিককে শুধুমাত্র নিম্নাঙ্গের অন্তর্বাস পরে পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ৷ তাঁদের সারা গা-হাত-পা ক্ষতবিক্ষত ৷ পোস্টটির ক্যাপশনে লেখা, “যন্ত্রণাদায়ক ৷ তালিবান অত্যাচারে হওয়া ক্ষত দেখাচ্ছেন এটিলাট্রোজের আফগান সাংবাদিক, নেমাত নাকদি ও তাকি দারইয়াবি ৷ কাবুলে মহিলাদের মিছিলের খবর করার জন্য তাঁদের গ্রেফতার করে হেফাজতে বেধড়ক পিটিয়েছে তালিবান ৷”

এটিলাট্রোজের টুইটেও দেখা গিয়েছে ওই দুই সাংবাদিকদের ছবি ৷ জখম সাংবাদিকদের নাম তাকি দারইয়াবি ও নেমাতুল্লাহ নাকদি বলে জানানো হয়েছে ৷ তাঁরা হলেন একজন ভিডিয়ো এডিটর ও একজন সাংবাদিক ৷ গতকাল পশ্চিম কাবুলে কার্ট-এ-চার এলাকায় মহিলাদের নেতৃত্বাধীন মিছিলের খবর করছিলেন তাঁরা ৷ তখনই তাঁদের অপহরণ করে তালিবান ৷ একটি ঘরে নিয়ে গিয়ে তাঁদের উপর নৃশংস ভাবে অত্যাচার চালানো হয় বলে অভিযোগ ৷ নাকদি সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানিয়েছেন, “আমরা চিৎকার করে বলছিলাম, আমরা সাংবাদিক ৷ কিন্তু তারা আমাদের কোনও কথা পাত্তাই দেয়নি ৷”

অন্যদিকে লস অ্যাঞ্জেলেস টাইমসকেও মহিলাদের মিছিলের ছবি তুলতে দেয়নি তালিবান ৷ ওই এলাকা ছাড়তে বাধ্য করা হয় সাংবাদিকদের ৷ ফ্রান্সের ইউরোপিয়ান টিভি নিউজ নেটওয়ার্ক ইউরোনিউজের স্থানীয় প্রধান-সহ আরও তিনজন সাংবাদিককে অপহরণ করে তালিবান ৷ সাংবাদিকদের প্রচুর চড়-থাপ্পড় মেরে ছেড়ে দেওয়া হয় ৷ গ্রেফতার করা হয়েছে টোলো নিউজের ক্যামেরাপার্সন ওয়াহিদ আহমাদি-সহ আরও কয়েকজন সাংবাদিককে ৷ দিনকয়েক আগেই ডিউশে ওয়েলের এক সাংবাদিককে খুঁজতে গিয়ে তাঁকে না-পেয়ে তাঁর এক আত্মীয়কে হত্যা করেছে তালিবান ৷

Share.
Leave A Reply

Exit mobile version