কলকাতা ব্যুরো: দেশে ফিরলেন আরও ১৪৬ জন ভারতীয় নাগরিক। সোমবার দোহার কাতার থেকে বিভিন্ন সংস্থার বিমানে করে ওই ১৪৬ জনকে দেশে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কাবুলে মার্কিন দূতাবাসে কর্মরত দুই ব্যক্তি। মার্কিন দূতাবাসের সঙ্গে কথা বলে তাঁদের দেশে ফেরানো নিশ্চিত করেছে ভারত।

আফগানিস্তানে তালিবান কব্জা করতেই ১৪ আগস্ট মার্কিন দূতাবাসের তরফে তাঁদের কাতার নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আরও ৩০০ জনের সঙ্গে সেনা ক্যাম্পে ছিলেন তাঁরা। রবিবার ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমানে করে কাবুল থেকে দেশে ফেরেন ১৬৮ জন৷ তার মধ্যে ১০৭ জন ছিলেন ভারতীয় নাগরিক৷ গাজিয়াবাদের হিন্ডনে বায়ুসেনা ঘাঁটিতে বিমান অবতরণ করে বিমানটি।

তার আগে অবশ্য এয়ার ইন্ডিয়ার বিমানে করে দেশে ফেরেন ৮৭ জন। কাবুলের পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। চারিদিকে যুদ্ধের পরিবেশ ৷ পাশাপাশি তালিবানের আতঙ্ক তো রয়েছেই৷ সব মিলিয়ে অগ্নিগর্ভ আফগানিস্তান থেকে একে একে নিরাপদে দেশে ফেরানো হচ্ছে সেদেশে আটকে থাকা ভারতীয়দের৷

আফগানিস্তান থেকে ভারতীয়দের বের করে আনতে প্রতিদিন দু’টি করে বিমান ওঠা-নামা করানোর অনুমতি পেয়েছে ভারত৷ তালিবানের হাতে দখল হয়ে যাওয়ার পর আফগানিস্তানে আটকে পড়া মানুষকে দেশে ফেরানোর জন্য আমেরিকা এবং ন্যাটো-এর তরফে এই অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে কেন্দ্রের তরফে৷ আমেরিকার সুরক্ষা বাহিনীর অধীনে কাবুল বিমানবন্দর থেকে প্রতিদিন দু’টি করে ভারতীয় বিমান ওঠা-নামা করতে পারবে৷

Share.
Leave A Reply

Exit mobile version