এক নজরে

৮ বছরের ছেলের উদ্যোগে উঠলো দু লাখ টাকা

By admin

October 15, 2020

কলকাতা ব্যুরো : তৃতীয় শ্রেণীর ছাত্র অধিরাজ তার মা-ও এক শিক্ষিকার কাছে সে প্রথমে শোনে স্কুলের অনেক ছাত্র পরীক্ষার্থী ফি জমা দিতে পারছে না। ফলে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে। এমন পড়ুয়ার সংখ্যা এদেশে কম নয়। এই ধরনের ছাত্রদের কথা ভেবে এগিয়ে এলো দিল্লির এক পরিবার এবং অবশ্যই তাদের ৮ বছরের সন্তান অধিরাজ ।

এই প্রথম নিজের পিগি ব্যাংক ভেঙে ১২০০০ টাকা সে বের করে তুলে দেয় ৫ জন ছাত্রের হাতে । ফলে জোগাড় হয়ে যায় তাদের পরীক্ষার ফি। পরিবার সূত্রে জানা গেছে অধিরাজ তৃতীয় শ্রেণীতে পড়ে। প্রথমে সে তার পিগি ব্যাংক থেকে টাকা বের করে পাঁচজন পড়ুয়ার হাতে তুলে দেয়। এরপর পরিবারের সাহায্যে শুরু হয় দুঃস্থ পড়ুয়াদের জন্য টাকা জোগাড় করার পালা। ধীরে ধীরে তারা প্রায় দু’লাখ টাকা জমিয়ে ফেলেছে । এই টাকা দিয়ে অন্তত ১০০ টি পরিবারের পড়ুয়ার সাহায্য হবে বলে ওই পরিবার মনে করছে।