কলকাতা ব্যুরো: (ফাইল ছবি) তার মৃত্যুর তিনদিন পরে গল্ফ গ্রিনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন সকালে সৌমিত্রবাবুর বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন অধীর। তিনি বাড়িতে ঢুকে দেখেন সৌমিত্রবাবুর বসার ঘর। কিছুক্ষণ সেখানে কাটিয়ে সৌমিত্র কন্যা পৌলোমী বসুর সঙ্গে কথা বলে, কোন প্রয়োজন হলে যাবতীয় সাহায্যের আশ্বাস দেন অধীর।
পরে বেরিয়ে এসে তিনি তাঁর অভিজ্ঞতার কথা বলেন। একই সঙ্গে তিনি খোঁচা দেন বর্তমান রাজ্যের শাসক দলকে। যেভাবে মারা যাওয়ার পর তাকে নিয়ে শাসকদল কেওড়াতলা শ্মশান পর্যন্ত নিজেদের ঘেরাটোপ বজায় রাখল, কেন এই সৌমিত্র চট্টোপাধ্যায়কে ক্ষমতায় আসার পর, সব কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল, সেই প্রশ্ন তুললেন। সাথে সাথে দাবি করলেন, সৌমিত্রবাবুর নামে কোন একটি অডিটোরিয়াম তৈরির। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের কাছে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে একটি চেয়ার রাখার দাবি জানাচ্ছেন বলে ঘোষণা করেন।
সৌমিত্র বাবুর মেয়ে অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি কোনো রাজনীতি চান না তার বাবাকে ঘিরে।