কলকাতা ব্যুরো: অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর তার জন্মভূমি মুর্শিদাবাদে এখন উৎসবের মেজাজ। বহরমপুরের সাংসদ আবার রাজ্যের কংগ্রেসের হাল ধরার ফলে খুশি তার অনুগামীরা।
তারা মনে করছেন তাঁদের দাদার হাত ধরেই আবার আগামী বিধানসভা ভোটে কংগ্রেস তার নিজস্ব সম্মান নিয়ে লড়বে। ফলে শনিবার মুর্শিদাবাদের কান্দিতে ছোটখাটো উৎসবের মাতলেন কংগ্রেসের কর্মীরা। আবির খেললেন নিজেদের মধ্যে। কংগ্রেসের বিধায়ক শফিউল আলম খান এবং মুর্শিদাবাদের জেলা যুব কংগ্রেস সভাপতি নরত্তম সিংহ সহ অন্যান্যরা আবিরে রঙিন হলেন।
আবার প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীর চৌধুরীকে এআইসিসি দায়িত্ব দেওয়াই তাদের ধন্যবাদ জানিয়েছেন সিপিএম মহম্মদ সেলিম। তিনি মনে করছেন, অধীর চৌধুরীর নেতৃত্বে আগামী বিধানসভা ভোটে একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে জোট ভালো লড়াই করবে।