এক নজরে

দিল্লি দাঙ্গায় ইয়েচুরিদের নাম জড়ানো রাজনৈতিক প্রতিহিংসা: অধীর

By admin

September 14, 2020

কলকাতা ব্যুরো: দিল্লি দাঙ্গার ঘটনায় সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, জয়তি ঘোষদের মতো বিশিষ্ট ব্যক্তিদের নাম জড়ানো নিয়ে এখনো চলছে তরজা। যদিও দিল্লি পুলিশের তরফে গতকাল এক টুইট বার্তায় ব্যাখ্যা করা হয়, অভিযুক্ত হিসেবে অতিরিক্ত চার্জশিটে তাদের নাম যুক্ত করা হয়নি।

ওই ঘটনায় সীতারাম ইয়েচুরি বলেন, বিপক্ষের গণতান্ত্রিক আন্দোলনেও ভয় পাচ্ছে কেন্দ্র। তাই এমন আচরণ।
অন্যদিকে এই ঘটনায় লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন,রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রের এই আচরণ। এই বিষয়টি আজ সংসদেও উঠবে বলে মনে করা হচ্ছে।