কলকাতা ব্যুরো: মেট্রো ডেয়ারির মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর অভিযোগ ছিল, রাজ্য সরকার মেট্রো ডেয়ারির শেয়ার অত্যন্ত কম দামে বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দিয়েছে। এর পিছনে মোটা টাকার লেনদেন রয়েছে। এই অভিযোগ এনেই তিনি জনস্বার্থ মামলা করেছিলেন। এমনকি সিবিআই তদন্তেরও দাবি করেন তিনি।
গত ১৩ জুন কলকাতা হাইকোর্ট অধীরের ওই মামলা খারিজ করে দিয়ে জানায়, মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে কোনও অনিয়ম হয়নি। রাজ্য সরকার আইন মেনেই যা করার করেছে। কলকাতা হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছেন বলে অধীর জানিয়েছেন। মূল মামলায় অধীরের অভিযোগ ছিল, নিয়ম-নীতির তোয়াক্কা না করে জলের দরে শেয়ার বিক্রি করেছে রাজ্য। টেন্ডার প্রক্রিয়াতেও গলদ ছিল। যে সংস্থার কাছে ৪৭ শতাংশ শেয়ার বিক্রি হয়েছে, তারা সস্তায় কেনা সেই শেয়ারের অংশ চড়া দামে অন্য এক সংস্থাকে বিক্রি করেছে। ১৯৯৩ সালে মেট্রো ডেয়ারিকে পাবলিক লিমিটেড কোম্পানি করা হয়। ৪৭ শতাংশ শেয়ার ছিল রাজ্যের।
১০ শতাংশ শেয়ার ছিল ন্যাশনাল ডেয়ারী ডেভেলপমেন্ট বোর্ডের। ৪৩ শতাংশ শেয়ার ছিল ক্যাভেন্টারের হাতে। পরে তারা ক্যাভেন্টারের ১০ শতাংশ শেয়ার ন্যাশনাল ডেয়ারী ডেভেলপমেন্ট বোর্ডের কাছ থেকে কিনে নেয়। ২০১৭ সালে রাজ্য ৪৭ শতাংশ শেয়ার ৮৫ কোটি টাকায় বিক্রি করে ক্যাভেন্টারসকে। ২০১৭ সালেই ক্যাভেন্টারস সিঙ্গাপুরের ম্যান্ডেলা কোম্পানিকে ১৫ শতাংশ শেয়ার ১৭০ কোটি টাকায় বিক্রি করে।