কলকাতা ব্যুরো: বিধানসভা ভোটের আগে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে ঠোকাঠুকি শুরু হয়ে গেল বামেদের মধ্যে। জোটের মুখ হিসেবে অধীর চৌধুরীর নাম তুলে ধরাকে কেন্দ্র করে আরএসপি সহ বেশ কয়েকটি বামপন্থী দল আপত্তি জানিয়েছে। এই অবস্থায় আজ দুপুরে বামেদের পৃথক বৈঠকে বসার কথা। বিধানসভা ভোটে কংগ্রেস এবং বামেদের জোট করা নিয়ে প্রথম থেকেই উদ্যোগী হন আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তীর মত নেতারা। জোটের পক্ষে এখন তারা বিভিন্ন রকম বিবৃতি দেন।
কিন্তু এরই মধ্যে অধীর চৌধুরীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা তথা আইনজীবী ঋজু ঘোষাল জোটের মুখ হিসেবে অধীর চৌধুরীকে প্রজেক্ট করার পক্ষে সওয়াল করেন। সংবাদমাধ্যমের কাছে তার বক্তব্য ছিল, যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে অধীর চৌধুরী গ্রহণযোগ্যতা রয়েছে, তাই তাকে সামনে রেখে জোট লড়াইয়ে গেলে তার একটা বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অধীর চৌধুরীর লড়াকু ও মমতা বিরোধী নেতা হিসেবে পরিচিতির জন্য আগামী দিনে বাড়তি সুবিধা দিতে পারেন বলে দাবি তার ঘনিষ্ঠদের।
এই নিয়েই আরএসপি সহ কিছু বাম দলের দ্বিমত রয়েছে। তাদের বক্তব্য, যদি আজকে জোটের মুখ হিসেবে অধীর চৌধুরীকে প্রজেক্ট করা হয়, সে ক্ষেত্রে ধরে নিতে হবে মুখ্যমন্ত্রী পদের জন্য তাকেই সামনে রেখে লড়াইয়ে নামছে বাম কংগ্রেস জোট। তাহলে এত বড় সিদ্ধান্ত কেন বামেদের নিজস্ব বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে না। শরিকদের বক্তব্যে যুক্তি আছে ধরে নিয়ে, তাই আজ বৈঠকে বসছে সিপিএম, আরএসপি সহ বামফ্রন্ট এর সহযোগী দলগুলি।