কলকাতা ব্যুরো: মঙ্গলবার শারীরিক অবস্থার খানিকটা অবনতি হয় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যাযের। তার মস্তিষ্কের স্নায়বিক কিছু সমস্যা দেখা দেয়। যে কারণে কিছুদিন পর গতকাল তাকে স্টেরয়েড দেওয়া হয়। তার বাকি অঙ্গ স্বাভাবিক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।কোভিভ-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌমিত্র। তার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসাতেও সারা দিচ্ছেন তিনি। কিন্তু নতুন করে তার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় খানিকটা চিন্তিত চিকিৎসকরা।