এক নজরে

দুই লরির সংঘর্ষে মৃত চার

By admin

September 13, 2020

কলকাতা ব্যুরো: শনিবার গভীর রাতে বাঁকুড়ার বিষ্ণুপুরের মুখোমুখি সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় মৃতরা দুটি গাড়ির চালক ও খালাসী। ধাক্কার অভিঘাতে দুই গাড়ির খালাসি ট্রাক থেকে রাস্তায় ছিটকে পড়েন। চালকদের কেবিন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হই। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে একজন চালক ঘুমিয়ে পড়ার ফলে এত বড় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লরি দুটিতেই আগুন লেগে যায়।বিষ্ণুপুরে ৬০ নম্বর জাতীয় সড়কে মরার গ্রামের কাছে এই দুর্ঘটনার ফলে রাস্তায় দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।