এক নজরে

ট্রেনের সব কোচই হবে এসি

By admin

October 15, 2020

কলকাতা ব্যুরো : থাকছে না আর ননএসি স্লিপার কোচ। বড়োসড়ো সংস্কারের পথে হাঁটছে ভারতীয় রেল। রেল সূত্রে খবর সেমি হাইস্পিড ট্রেনে এবার থেকে শুধুই এসি কোচ থাকবে। আর রাখা হবে না ননএসি স্লিপার কোচ। নতুন এসি কোচ বানানোর কাজ শুরু করেছে পাঞ্জাবের কাপূর্থালা রেল ফ্যাক্টরি। ২০২৩ সালের মধ্যে এই প্রক্রিয়া পুরোপুরি শেষ হবে বলে জানা গেছে।

তবে বিশেষজ্ঞদের মতে ভারতীয় রেল বেসরকারি ট্রেন চালাতে প্রস্তুত। যে সমস্ত ট্রেন বেসরকারি সেক্টরের মাধ্যমে চলবে তাদের হাতে এইসব ট্রেন তুলে দেওয়া হবে। তাই স্লিপার নন এসি কোচ তুলে দিয়ে এসি কোচ জানানো হচ্ছে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে।

অন্যদিকে গোটা দেশজুড়ে ১৯৬ জোড়া যে ফেস্টিভাল স্পেশাল ট্রেন চালানো হবে সেখানেও জোনাল রেলওয়েকে বলা হয়েছে বেশি মাত্রায় এসি থ্রি টায়ার কোচ রাখতে। নন এসি স্লিপার কোচ এর তুলনায় ভাড়া বেশি এসি কোচের। রেলের পরিকল্পনা অনুযায়ী নতুন এসি থ্রি টায়ার আসন সংখ্যা বাড়ানো হবে। ৭২ আসনের বদলে থাকবে ৮৩ আসন। ফলে যাত্রী সংখ্যা বাড়বে। বেশি যাত্রী মানে বেশি সংখ্যার টিকিট। রেলের হিসেব অনুযায়ী প্রতি ট্রেনে ২০০ করে যাত্রী বাড়বে। সেই অনুযায়ী টিকিটের দাম ধার্য করা হবে। তবে রেল আধিকারিক দের মতে এসি কোচের ভাড়া বেশি হবে। কিন্তু বর্তমানের তুলনায় একটু কম হবে। ফলে মানিয়ে নিতে খুব অসুবিধা হবে না যাত্রীদের।