কলকাতা ব্যুরো: আজ আবু ধাবিতে শুরু হচ্ছে আইপিএলের ১৩ তম পর্ব মুম্বাই এবং চেন্নাই এর মধ্যে খেলা দিয়ে। আইপিএলের সূচনা হবে এবারের উদ্বোধনী ম্যাচের দুই দল ২০১৯ এর চূড়ান্ত পর্যায় খেলেছিল।করোনা সংক্রমনের আশংকা এবার একেবারে শূন্য মাঠে খেলবেন ক্রিকেটাররা। আগামী দুই মাস সন্ধ্যেবেলায় টিভি নিয়ে কাড়াকাড়ি চলতে পারে গৃহস্থ বাড়িতে। কারণ প্রাইমে চলবে এই খেলা।প্রথম দিনের খেলায় চেন্নাই সুপার কিংসের হয়ে শেন ওয়াটসনকে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে। আবার ব্যাট হাতে চার নম্বরে নামতে পারেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা আজকের দলের সেরা বাজি বলে মনে করছেন বর্ষিয়ান ক্রিকেটাররা। আর দলের শেষ দিকে টেনে তোলার জন্য হার্দিক পান্ডিয়াকে এগিয়ে রাখছেন অনেকে।এরইমধ্যে সূর্য কুমার যাদব ও ইরানের দিকে থাকছে বাড়তি নজর আর বুমরাহ বোলিং তো রয়েছেই।