এক নজরে

আরপিএফের অভিযানে হাওড়া স্টেশন থেকে উদ্ধার প্রায় ৩৫ লক্ষ টাকা

By admin

August 04, 2022

কলকাতা ব্যুরো: বান্ডিল বান্ডিল নোট উদ্ধারের পালা চলছে রাজ্যে৷ তৃণমূলের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি কিংবা ঝাড়খণ্ডের বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় রাজ্যবাসীর বিস্ময়ের ঘোর এখনও কাটেনি৷ এর মধ্যে বুধবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল বিপুল অঙ্কের টাকা৷ আরপিএফ এবং হাওড়া পুলিসের যৌথ অভিযানে ধরা পড়ে ওই টাকা৷ এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে রেল পুলিস৷ তাঁর নাম রাজকুমার সোনি (৫২)৷ তাঁর কাছ থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷

অনুমান, ওই টাকার সঙ্গে হাওয়ালার যোগ রয়েছে৷ অভিযুক্তকে জেরা করে ওই টাকার উৎস জানার চেষ্টা করছে পুলিস৷

বুধবার চম্বল এক্সপ্রেসে হাওড়া স্টেশনে নামে রাজকুমার৷ পুলিসের কাছে আগেই খবর ছিল, ব্যাগ ভর্তি টাকা নিয়ে এক ব্যক্তি নামতে চলেছে হাওড়া স্টেশনে৷ সেই মতো ওত পেতে থাকে যৌথ বাহিনী৷ ট্রেন থেকে নামতেই ২২ নম্বর প্ল্যাটফর্মে রাজকুমারকে আটক করে পুলিস৷ তাঁকে নিয়ে রেল পুলিস স্টেশনে নিয়ে যাওয়া হয়৷ সেখানে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ৩৫ লক্ষ টাকা৷ এছাড়া হিরে, সোনা এবং রুপোর গয়নাও পাওয়া যায়৷

পুলিস জানিয়েছে, রাজকুমারের বাড়ি মধ্যপ্রদেশের জবলপুরে৷ এত টাকা তাঁর কাছে কী করে এল তা জানতে চায় পুলিস৷ কিন্তু অভিযুক্ত কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি৷

জানা গিয়েছে, বিপুল টাকা উদ্ধারের খবর দেওয়া হয় আয়কর দফতরকে৷ ওই টাকা আয়কর দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়৷ অনুমান, হাওয়ালার মাধ্যমে ওই টাকা পাচার করা হচ্ছিল৷ জিজ্ঞাসাবাদের জন্য আটক রাজকুমারকে নিজেদের হেফাজতে নেয় আয়কর দফতর৷