এক নজরে

অভিষেক আমার কাছে অগ্রাধিকার পায় না

By admin

February 18, 2021

কলকাতা ব্যুরো : চলতি মাসেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। বঙ্গভোট-রাজনীতির বৃহস্পতি তুঙ্গে দক্ষিণ ২৪ পরগনায়। একই দিনে এই জেলায় কর্মসূচি নিয়ে রাজনীতির তিন তারকা। একদিকে অমিত শাহ, অন্যদিকে একমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারের পৈলানে তৃণমূলের কর্মী সম্মেলনে যোগ দেন দু’জন। এদিন পৈলানে সভামঞ্চে উঠেই ‘পিসি-ভাইপো’ ইস্যু নিয়ে মুখ খোলেন মমতা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তোপ দেগে বলেন, ‘খালি বুয়া-ভাতিজা করে চলেছে। দিদির সঙ্গে পরে হবে, আগে ভাতিজার সঙ্গে লড়াই করুন। অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আগে অভিষেকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হারাও। নিজের ছেলেকে আড়াল করে বাকিদের ভয় দেখাবেন! আপনার ছেলেও তো আমার ভাইপো। সে কী করে ক্রিকেটের মাথায় বসাল? কী করে কোটি টাকা করল?’ পাশাপাশি এদিন তিনি আরও বলেন, ‘অভিষেক আমার কাছে অগ্রাধিকার পায় না। হাজরায় আমাকে মারা হয়েছিল, তখন ও ছোট্ট। ও তখন কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল করত। দু’বছর বয়স তখন।

দিদিকে মারলে কেন, জবাব দাও, জবাব দাও। আমাদের পরিবারের কাউকে বিদেশ যেতে দিই না। এরা বিদেশে চলে যেতে পারত। ওকে দুর্ঘটনায় মারার চেষ্টা হয়নি! ও একটা চোখে আজও দেখতে পায় না। আমার জন্যে ওকে কথা শুনতে হয়।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘বাড়ির বউ ও ছোটদের গালগাল দেবে না। আমি ছোটদের খুব ভালবাসি। আমরা বাড়িতে থাকি বলে যন্ত্রণা জানি। অভিষেকের চোখের মণিটাই উপড়ে চলে আসে কতটা কষ্ট হয়! তাঁকে তো ডেপুটি চিফ মিনিস্টার করিনি। আমি তাও বলেছিলাম, মানুষের কাজ কর। লোকসভায় দাঁড়াতে হবে না। ও বলল, না আমি মানুষের দ্বারা নির্বাচিত হব। আমি অমিত শাহকে বলছি, অন্যরা রাস্তায় নেমে কাজ করে, তেমন তোমার ছেলেদের নামাও।’