কলকাতা ব্যুরো: যে পরিস্থিতির মধ্যে দিয়ে এ রাজ্য চলছে, দিনের আলোতেও মানুষের বেরনো মুশকিল হয়ে গিয়েছে। এমন একটা বাতাবরণ সারা রাজ্য জুড়ে তৈরি করা হয়েছে যা সারা ভারতবর্ষের মানুষ কোনওদিন দেখেনি। সোমবার ত্রিপুরায় সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন বিপ্লব দেব সরকারের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়ে অভিষেক বলেন, যে রাজনৈতিক দল কথায় কথায় অন্য রাজনৈতিক দলের ভুল ধরতে আগ্রহ দেখায়, সেই রাজ্যের নেতৃত্বাধীন রাজ্য সরকার সহিংস দমন-পীড়নের ঘটনায় প্রতিদিন নিজেদের রেকর্ড নিজেরা ভাঙছে। এদিন তৃণমূল সাংসদ আরও যোগ করেন, মিটিংয়ের পারমিশন দেওয়া হয়না, মানুষের কাছে পৌঁছতে দেয়না এই সরকার।
অভিষেকের দাবি ত্রিপুরায় সংবাদমাধ্যম থেকে চিকিৎসক, সবাই আক্রন্ত হন। তাঁর কটাক্ষ, যে রাজ্যে হাসপাতালে দুয়ারে গুন্ডার মডেল ঢুকে যাচ্ছে। যে রাজ্যে পুলিশ থানায় দিবালোকে এক দিনে দু’ দু বার আক্রমণ করা হয়, থানার আইসি, ওসি তালা মেরে টেবিলের তলায় বসে থাকতে হচ্ছে। যারা আইন-শৃঙ্খলার পরিস্থিতি রক্ষার দায়িত্বে তাদের যদি এই দুরবস্থা হয়, পরিণতি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ত্রিপুরায় সাংবাদিক বৈঠকে মন্তব্য অভিষেকের।
এরপরই সায়নী ঘোষের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন অভিষেক। তিনি বলেন, কাল যে ঘটনা আগরতলা ইস্ট থানায় ঘটেছে, আপনারা সবাই উপলব্ধি করেছেন, নিজেদের চোখে দেখেছেন… পুলিশের সামনে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী, বিপ্লব দেবের ইন্ধনে দুয়ারে গুন্ডার সব মস্তানরা মাথা য় হেলমেট পরে হাতে লাঠিসোটা নিয়ে নির্মম ভাবে আমাদের কর্মীসমর্থক, প্রার্থীদের পিটিয়েছেন। সেখান থেকে তাঁরা হাসপাতালে ভর্তি হতে গিয়েছেন, হাসপাতালেও ঢুকে পড়েছে !
অভিষেক যোগ করেন, আমি প্রশাসনকে অনুরোধ করব, আপনারা আপনাদের কর্তব্য পালন করুন। আপনারা মানুষের জন্য কাজ করছেন, জন প্রতিনিধি বা রাজ্য সরকারের যে কোনও পদাধিকারী হোক না কেন, সবার উচিত মানুষের স্বার্থরক্ষা করা। এলাকার শান্তি-সংহতি বজায় রাখা। আপনারা সেটা করছেন না।
এরপর অভিষেক আক্রমণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। বলেন, আপনি এতটাই নির্লজ্জ হয়েছেন যে ভারতের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি, যে সময়টা আপনি বিরোধীদের উপর অত্যাচার করছেন, হেলমেট বাহিনি, বাইক বাহিনি পাঠিয়ে তাণ্ডব করছেন পাড়ায় পাড়ায়। এই সময়টুকু যদি উন্নয়নমূলক কর্মসূচিতে দিতেন তাহলে ত্রিপুরার এই পরিণতি বা অবনতি হত না।
তবে দলীয় নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় রবিবার রাতেই ত্রিপুরা পৌঁছতে চেয়েছিলেন অভিষেক। কিন্তু তা সম্ভব না হওয়ায় আজ সকালেই আগরতলা পৌঁছে যান তিনি। বিমানবন্দরে নেমে ত্রিপুরার বিজেপি সরকারকে তুলোধনা করেন অভিষেক। তিনি বলেন, ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে ৷ এখানে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই ৷ প্রত্যেকবারই এখানে আমাদের সভা আটকানো হয়।
পাশাপাশি বিপ্লব দেব সরকারকে তাঁর হুঁশিয়ারি, আমাদের ধমকে-চমকে দমিয়ে রাখা যাবে না ৷ সিপিএম-কংগ্রেসের মতো আমরা চুপচাপ বসে থাকব না ৷ এছাড়া সায়নী ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, ত্রিপুরায় মহিলাদের নিরাপত্তা নেই ৷ মহিলা প্রার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে ৷ স্লোগান দেওয়ার জন্য যদি সায়নী ঘোষকে গ্রেফতার করা হয় তাহলে প্রধানমন্ত্রীকেও কেন গ্রেফতার করা হবে না? মোদীও রাজ্যে এসে খেলা হবে স্লোগান দিয়েছিলেন।