কলকাতা ব্যুরো: প্রচারে বেরিয়ে আগেই সতর্ক করেছিলেন। বলেছিলেন, ‘ভোটের দিন নাটক করতে পারে বিজেপি, সিপিএম। আপনারা সতর্ক হয়ে ভোট দেবেন।’ রবিবার মিত্র ইন্সটিটিউশনে ভোট দিয়ে বেরোনোর পর একই সুর শোনা গেলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুখে গন্ডগোলের কথা বলে লাভ নেই। পারলে বিরোধীরা ফুটেজ দেখাক।

কলকাতা পুরসভার ৭৩ নং ওয়ার্ডের বাসিন্দা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর ২টো নাগাদ মিত্র ইন্সটিটিউশনে ভোট দেন অভিষেক। ভোট দিয়ে বেরিয়ে অভিষেক বলেন, বিরোধীদের এজেন্ট না থাকলে তৃণমূল কি করবে? বিরোধী দলগুলি এজেন্ট না দিতে পারলে তার দায় তৃণমূলের নয়। ফল কী হবে সেটা বুঝিতে পেরে মুখ বাঁচাতেই বিজেপি নানা অভিযোগ করছে। শান্তিপূর্ণ ভাবে ভোট চলছে এখানে। ত্রিপুরায় তো প্রার্থীরাই ভোট দিতে পারেনি।  

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, বিরোধীরা অশান্তির ভিডিও ফুটেজগুলো প্রকাশ্যে আনুক।  তৃণমূলের কেউ জড়িত থাকলে ২৪ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে দল। দলীয় ও প্রশাসনিক স্তরে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গন্ডগোলের ঘটনা ঘটলে প্রশাসনকে বলব দলমত নির্বিশেষে ব্যবস্থা নিক। 

Share.
Leave A Reply

Exit mobile version