এক নজরে

Abhishek Banerjee: স্রোতের বিপরীতে হেঁটে মানুষের কথা বললেন

By admin

January 09, 2022

কলকাতা ব্যুরো: সাগর মেলা এখনও চলছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পরেও হাইকোর্টে মামলায় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, বিজ্ঞপ্তি জারি হওয়ার পর চার পুরসভার ভোট এখন আর স্থগিত করতে চায় না তারা। অথচ শনিবার ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ রাজ্যের তথা দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি চান নির্বাচন বন্ধ হওয়া উচিত। যদিও সাগর মেলা বন্ধ প্রসঙ্গে তার যুক্তি, ওটা হাইকোর্টের বিষয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ব্যক্তিগত মত, নির্বাচন কমিশন বা রাজ্য সরকার গ্রহণ করবে কিনা সেটা এখন বড় প্রশ্ন।

তার থেকেও বড় হয়ে উঠলো, গোটা রাজ্য প্রশাসন যেখানে নির্বাচন বা সাগর মেলার মত লক্ষ মানুষের ভিড় ঠেকাতে নিজেরাই এই ধরনের অনুষ্ঠান বন্ধ করতে নারাজ, সেখানে একেবারে স্রোতের বিপরীতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘ব্যক্তিগত মত’ হিসেবে এদিন করা মন্তব্য। ফলে মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসন এতদিন ধরে এমন ক্ষেত্রে যে অবস্থান নিয়েছে, এদিন অভিষেকের উল্টো সুরে আগের সেই মত রাজ্য বদল করবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। পাশাপাশি বর্তমানে করোনা যেভাবে সুনামির মতো আছড়ে পড়ছে এই পরিস্থিতিতে প্রতিটি মানুষ চায় প্রাণ বাঁচাতে, এই ধরনের অনুষ্ঠান উৎসব বন্ধ করা হোক। কিন্তু রাজ্য সরকার এবং রাজ্যের সর্বোচ্চ হাইকোর্ট এই গুলি সরাসরি বন্ধ করার ব্যাপারে কোনো উৎসাহ দেখায় নি। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এ দিনের বক্তব্য আমজনতার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে কোভিড নিয়ে বৈঠক করেন সাংসদ অভিষেক। এমনকি তিনি যে সত্যিই এই সময় কোনভাবে ভিড় বাড়িয়ে সংক্রমণ বাড়াতে চান না, তার উদাহরণ দিতে গিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, আগামী দুই মাস তার ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় কোনরকম রাজনৈতিক সভা বা মিছিল হবে না। তার এই অবস্থান অন্যান্য রাজনীতিকরাও গ্রহণ করতে পারেন বলেও মনে করেন অভিষেক। অভিষেকের এ দিনের অবস্থান অনেকটাই দীর্ঘ দুই দশকের তৃণমূলের সম্পর্কে রাজনৈতিক ধারণা বদলে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, যেদিন থেকে তৃণমূল তৈরি হয়েছে, সেদিন থেকেই এই দলের শেষ কথা একজনই। তাঁর মতের বিরোধিতা বা ভিন্ন মত পোষণ করেও এই দলে কেউ টিকে থাকেনি। অথবা দল ছাড়ার আগেই কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন। এই রেওয়াজ এদিন এক ধাক্কায় কোথাও কিছুটা যেন অগোছালো করে দিলেন অভিষেক এবং রাজনীতিকরা মনে করছেন, ইস্যুতে অভিষেক সরকারের উল্টো পথে হেঁটে ‘ব্যক্তিগত মত’ বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের আমজনতার মনের কথা। তাই সরকার তার অবস্থান গ্রহণ করুক বা না করুক অভিষেকের এ দিনের এ বক্তব্যের ফলে জনতার কাছে তার গ্রহণযোগ্যতা বাড়বে। 

এদিন ‘ব্যক্তিগত মত’ হিসেবে নির্বাচন বন্ধ রাখার পক্ষে সকাল করেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে একহাত নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ, বর্তমানে পাঁচ রাজ্যে কেন কমিশন ভোট করাচ্ছে তা নিয়ে। আর এই আবহে তৃণমূল সর্বভারতীয় সভাপতি হিসেবে অভিষেকের বক্তব্য আগামীর ব্যাটন বদলের প্রথম ধাপ কি না তা আলোচনার বিষয় হয়ে উঠেছে বর্তমান আবহে।