কলকাতা ব্যুরো: (ছবি- সামাজিক মাধ্যম) হাতরাসে এক তরুণীর ওপর অকথ্য নির্যাতন হলো। পনেরো দিন লড়াই করার পর সে মারা গেল। এখন তাঁর দেহ ও লোপাট হয়ে গেল। প্রধানমন্ত্রী এনিয়ে একটি কথাও বলেননি। এই ভাবেই টুইটে হাতরাসের ঘটনার নিন্দা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মোদীর উদ্দেশে তিনি বলেন, আপনার হৃদয়ে দলিতদের জন্য কোনো জায়গা আছে কি ? ওই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে নাগরিক সমাজ। নিন্দা হচ্ছে সোশ্যাল মিডিটাতেও। শুরু হয়েছে প্রতিবাদ।