কলকাতা ব্যুরো: শুক্রবার সকালে গরু পাচার কান্ডে অভিযুক্ত এনামুল হক হাজির হন আসানসোল সিবিআই আদালতে। আবার এদিনই সিবিআই আদালতে তোলা হয় ওই মামলায় অন্য আর এক অভিযুক্ত বিএস এফ কমান্ডেন্ট সতীশ কুমারকে। এদিন সি বি আই কোটের বিচারক এনামুলকে ১৪ দিন ও বিএসএফ আধিকারিক সতীশ কুমারকে ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।যদিও এর আগে এনামুলকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছিল সিবিআই। তাদের বক্তব্য ছিল, গরু পাচার কাণ্ডে বেশ কিছু তথ্য জানার জন্য অভিযুক্তকে তাদের হেফাজতে নিয়ে জেরা করা দরকার। যদিও এনামুলের আইনজীবীরা যুক্তি দেন, এর আগেই দিল্লিতে সিবিআই তাকে গ্রেপ্তার করে। কিন্তু সেখানেও আদালত শর্তসাপেক্ষে তাকে জামিন দেয়। ফলে তাকে নতুন করে জেরা করার কোন প্রয়োজন সিবিআইয়ের নেই বলেই তারা মনে করছেন। দীর্ঘ সওয়াল-জবাবের পরেই আদালত অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।