কলকাতা ব্যুরো: শুক্রবারই প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে জানানো হয়েছে আজই দুপুর ২ টো ৩০ মিনিট থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা।
প্রসঙ্গত, কোভিড শঙ্কা কাটিয়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয় রাজ্যে। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর প্রথম পরীক্ষাকেন্দ্রে বসে খাতায় কলমে পরীক্ষা দেন পড়ুয়ারা। প্রাথমিকভাবে ১১ জুলাই পরীক্ষা হওয়ার কথা থাকলেও শেষমেশ ১৭ জুলাই অনুষ্ঠিত হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পর এটিই প্রথম অফলাইন পরীক্ষা। ৯২ হাজারেরও বেশি আবেদনকারী পরীক্ষা দিয়েছিলেন এইবছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়।
করোনাভাইরাসের জেরে এবার নির্দিষ্ট সময়ের কিছুটা পরে রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা হয়েছে।
তবে বোর্ডের তরফে জানানো হয়েছিল, আগামী ১৪ আগস্টের মধ্যে ফল প্রকাশিত হবে। ষদিও তার আগেই ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অর্থাৎ মাত্র ২০ দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, পড়ুয়ারা যাতে ভিন রাজ্যে না যান, সেজন্য এবার ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে তিন দফার কাউন্সেলিং।
1 Comment
সুন্দর লেখা।