এক নজরে

বায়ুসেনার প্রশিক্ষণের সময় ভেঙে পড়লো যুদ্ধবিমান

By admin

July 29, 2022

কলকাতা ব্যুরো: রাজস্থানে যুদ্ধবিমান মিগ-২১ ভেঙে মৃত্যু হল ২ পাইলটের। বায়ুসেনার তরফে টুইট করে একথা জানানো হয়েছে। ঘটনার তদন্তের জন্য কোর্ট অফ এনকোয়ারি বসানো হয়েছে। ভেঙে পড়ার পর আগুনও ধরে যায় বিমানটিতে। প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুই পাইলটের দেহ একেবারে ছিন্নবিছিন্ন হয়ে গিয়েছে। রাজস্থানের বারমেরের জেলাশাসক লোক বান্দু জানান, বায়তোর ভিমদা গ্রামের কাছে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পাইলটের। আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি টুইটে লিখেছেন, ‘রাজস্থানের বারমেরের কাছে ভারতীয় বাযুসেনার মিগ-২১ বিমানের দুর্ঘটনার কারণে দুই পাইলটের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। জাতির জন্য তাঁদের সেবা কখনও ভোলা যাবে না। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি।’ মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছে আইএএফ-ও।মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বায়ুসেনা। মিগ-২১ বিমানে এমন দুর্ঘটনা এই প্রথম নয়। বারবারই বিপদের মুখে পড়ছে বায়ুসেনার এই যুদ্ধবিমান। ২০২১-এর ডিসেম্বরও রাজস্থানের জয়সলমীরের কাছে ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়ে। মৃত্যু হয় পাইলট হর্ষিত সিনহার।