কলকাতা ব্যুরো: নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে শুক্রবার পূর্ব মেদিনীপুরে পুলিশের বাধার মুখে পড়েন বিজেপি নেতারা। রাতুলিয়ায় পুলিশ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে আটকে দেয়। দীর্ঘক্ষণ তাঁর গাড়ি আটকে রাখা হয় বলে অভিযোগ। তিনি পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বলেন, বিজেপিকে আটকাতে পুলিশ ১৪৪ ধারার অজুহাত দেখাচ্ছে। অথচ জাতীয় সড়কে ১৪৪ ধারা থাকেনা।
