কলকাতা ব্যুরো: মুদ্রাস্ফীতি ও জিএসটি বিরুদ্ধে সংসদের বাইরে ৫০ ঘন্টারও বেশি সময় ধরে ধর্নায় করলেন বিরোধীরা। এই পরিপ্রেক্ষিতে আগামী সোমবার লোকসভায় ও মঙ্গলবার রাজ্যসভায় আলোচনা হবে মূল্যবৃদ্ধি নিয়ে। সূত্রের খবর, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা শেষ হলেই কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে ফের আলোচনার দাবিতে সরব হবেন বিরোধীরা। এ ব্যাপারে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে বিরোধী দলগুলি একাধিক নোটিশ জমা করেছে।
সাসপেন্ড হওয়া সাংসদদেরও শাস্তির মেয়াদ এই সপ্তাহে শেষ হচ্ছে। তৃণমূলের পাশাপাশি কংগ্রেস ইডি-সিবিআই নিয়ে সংসদের ভিতরে ও বাইরে সরব হয়েছে। মূল্যবৃদ্ধি থেকে শুরু করে জিএসটি সাংসদদের সাসপেন্ডের প্রতিবাদে ধর্নায় শামিল রয়েছে বিভিন্ন বিরোধী দলগুলি। এসপির রামগোপাল যাদব এবং ডিএমকে তিরুচি শিবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এ জয় মানুষের। বহু লড়াইয়ের পর কেন্দ্রীয় সরকারকে রাজি করানো গিয়েছে।
ধরণা প্রসঙ্গে বিরোধীদের অভিযোগ, সংসদের পরিষেবা কর্মীরা অসহযোগিতা করেছেন। বিরোধীদের মন্তব্য, এই সবই সরকারেই নির্দেশেই হচ্ছে।