কলকাতা ব্যুরো: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) অংশ নিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘোষিত সূচি অনুসারে, সোমবার দেশের প্রত্যেকটি বিধানসভা এবং সংসদে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন দলের নির্বাচিত বিধায়ক ও সাংসদরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেন ভারতের প্রধানমন্ত্রী তথা বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদি।
সোমবার সকাল ১০টা থেকে দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) প্রক্রিয়া শুরু হয়। বর্তমানের পাশাপাশি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও এদিন তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে সংসদে পৌঁছে যান। তবে, শারীরিক অসুস্থতার কারণে হুইল চেয়ারে চেপে সংসদে পৌঁছন তিনি। ভোটদানে তাঁকে সাহায্য করতে সঙ্গে ছিলেন পাঁচ সহযোগী। তাঁদের সহায়তাতেই নিজের ভোট ব্যালট বাক্সে ফেলেন তিনি।
ওয়াকিবহাল মহলের বক্তব্য, ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণার জন্য ভারতবাসীকে ২১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হলেও তা যে কোন দিকে যেতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত। এনডিএ প্রার্থী দৌপদী মুর্মুর রাষ্ট্রপতি ভবনে পদার্পণ এখন শুধুই সময়ের অপেক্ষা। দ্রৌপদী ভারতের রাষ্ট্রপতি ঘোষিত হলে একসঙ্গে অনেকগুলি ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকবে দেশ। ৬৪ বছরের দ্রৌপদী হবেন ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি এবং অবশ্যই ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি।
তবে হিসাব বলছে, সাংসদ ও বিধায়কদের মোট ভোটের প্রায় ৬২ শতাংশই পাবেন দ্রৌপদী কারণ, কেন্দ্রের শাসকজোট এনডিএ ছাড়াও একাধিক আঞ্চলিক দল তাঁকে সমর্থন জানিয়েছে। ২১ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের গণনা ও ফল ঘোষণার পর আগামী ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।
সোমবার ভোটগ্রহণের জন্য সংসদ ভবনের ভিতরেই অস্থায়ী পোলিং বুথ তৈরি করা হয়। পদাধিকার বলে রাজ্যসভার সাধারণ সচিব হলেন এই নির্বাচনের রিটার্নিং অফিসার। এদিকে, ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্টও প্রকাশ করা হয়েছে। আগামী ৬ অগাস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, সোমবার থেকেই সংসদের বাদল অধিবেশন শুরু হলো। এই অধিবেশন চলবে আগামী ১২ অগাস্ট পর্যন্ত।