কলকাতা ব্যুরো: অপেক্ষার অবসান। মেট্রো পথে জুড়ে গেলো ফুলবাগান-শিয়ালদহ (Sealdah Phoolbagan Metro)। বহু টালবাহানার পর সোমবার মেট্রো পথের (Sealdah Phoolbagan Metro) উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তবে এদিনের অনুষ্ঠানে যান নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন না তৃণমূলের অন্য প্রতিনিধিরাও।

সোমবার বিকেল সোয়া চারটে নাগাদ শিয়ালদহে নবনির্মিত মেট্রো স্টেশন (Sealdah Phoolbagan Metro) পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী। মেট্রো রেলের আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন স্টেশনের অত্যাধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা। যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়েও খোঁজ খবর নেন।
এরপর এই পথে মেট্রোয় যাত্রা করেন কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। বিকেল ৫টা নাগাদ তিনি ভারচুয়ালি প্রকল্পটির উদ্বোধন করেন। বলেন, আজ ফুলবাগান, শিয়ালদহ অঞ্চলের মানুষের স্বপ্ন সফল হল। এই মেট্রো উদ্বোধনের ফলে কলকাতার মানুষের অনেক সুবিধা হবে। পাশাপাশি ব্যবসার ক্ষেত্রেও সুফল মিলবে। তবে এদিন মেট্রো প্রকল্প উদ্বোধনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা এবং কেন্দ্রীয় প্রকল্পের প্রচার করতে ভুললেন না স্মৃতি।
পাশাপাশি কলকাতায় এই প্রকল্পের উদ্বোধন করতে এসে বাংলার সঙ্গে তাঁর নাড়ির যোগের কথাও তুলে আনলেন স্মৃতি। জানালেন, সল্টলেকে তাঁর মামার বাড়ি ছিল। স্মৃতির কথায়, আমি বাংলার মেয়ে। বাগচী পরিবারের মেয়ে। তাই কলকাতার এই প্রকল্প উদ্বোধন আমার কাছে খুব গর্বের বিষয়।
তবে এত জাঁকজমকের মধ্যে কিছু যেন অধরাই রয়ে গেল কারণ, যাঁর উদ্যোগে কলকাতা শহর এই বিশেষ উপহার পেল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই ছিলেন না উদ্বোধনী অনুষ্ঠানে। শেষমুহূর্তে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। অথচ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরসূচি তৈরি ছিল বহুদিন আগেই। তারপরেও উদ্বোধনের জন্য এই দিনটিকেই বাছা হলো। দলনেত্রীর এমন অপমান মানতে পারেননি দলের অন্যান্য সাংসদ-বিধায়করা।
দলীয় মুখপাত্র কুণাল ঘোষের সাফ কথা, বাড়িতে কার্ড ফেলে দিয়ে এলেই নিমন্ত্রণ হয় না। কুৎসিত রাজনীতি করছে বিজেপি।