Mainak Sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108
গত কালের তুলনায় আজ ২২৫.৫০ পয়েন্ট আবারো নিচে নেমে অপশন ডেটার আনুমানিক ১৫৪১৩ র ঘরেই দাঁড়ায় নিফটি। বিস্ সি সেনসেক্স ৭০৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৫১৮২২।
নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ সূচকগুলি ১ .৬ শতাংশ এবং ১ .৪ শতাংশ হ্রাস পেয়েছে। এনএসই-তে প্রতি দুটি অগ্রসরমান শেয়ারের জন্য প্রায় পাঁচটি শেয়ার কমেছ। সেক্টরগুলির মধ্যে, নিফটি মেটাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে, প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে। ব্যাঙ্ক, আর্থিক পরিষেবা, এফএমসিজি, আইটি এবং ফার্মা প্রায় এক শতাংশ কমেছে
নিফটি ফিফটি এখনও ১৫৪১৯ থেকে ১৫৩৩২ স্তরের বুলিশ গ্যাপ জোনের উপরে টিকে আছে। সুতরাং, যদি না নিফটি ১৫৩৮২ র নিচে বন্ধ হয় ততক্ষন বলা মুশকিল সুকের ভবিষৎ অবস্থানের কথা। তবে প্রতিদিনের চার্টে তৈরী হয়েছে বিয়ারিশ ক্যান্ডেল যা রয়েছে সমর্থন জোনের কাছেই। মানে কাল এর নিচে এলে পুনরায় যেতে পারে ১৫১৮৩ র দিকে আবার সপ্তাহের শেষের দিনে যেতে পারে ১৪৯০০ র সর্বনিম্নে। আবার সূচক ১৫১৮২ তে টিকে থাকতে পারলে লক্ষ হবে ১৫৭০০ ।

ইন্ডিয়া ভিআইএক্স, যা বাজারে প্রত্যাশিত অস্থিরতা নির্দেশ করে,তা ২১ .৩ -এ বেড়েছে, যা বাজার নিচের দিকে যাওয়ার পক্ষে । বাজার স্থিতিশীল হওয়ার জন্য এটিকে ২০ মার্কের নিচে নামতে হব।
১৫৩৮০ র নিচে এলেই করতে হবে ইন্টরা ডে শর্ট সেল সে ক্ষত্রে লক্ষ হবে ১৫২০০ । অপসন তথ্য ইঙ্গিত করে যে নিফটির তাৎক্ষণিক ট্রেডিং রেঞ্জ আগামী সেশনে ১৫ ,২০০ থেকে ১৫ ,৬০০ হতে পারে।
আজ গ্যাপ ডাউন দিয়েই শুরু হয় ব্যাঙ্কিং সূচক। ৩৩০৫০ র ঘর থেকে শুরু করে ৩৪৬ পয়েন্ট নিচে নেমে ৩২৮৪৫ র ঘরে দাঁড়ায় ব্যাঙ্ক নিফটি।
ইন্ট্রাডের জন্য কেনা যেতে পারে বিরলা সফ্ট বর্তমানে রয়েছে ৩৪২ লক্ষ হবে ৩৪৯। BERGER PAINT লক্ষ হবে ৫৯০। তবে নিফটি নিচে নেমে এলে শর্ট সেল নিতে হবে লুপিন অপার ইন্ডাস্ট্রি।
2 Comments
Pingback: টানাপোড়নের লড়াইতে আজ আবারো উপরেই বন্ধ হয় নিফটি (NIFTY)
Pingback: টানাপোড়নের লড়াইতে আজ আবারো উপরেই বন্ধ হয় নিফটি (NIFTY)