কলকাতা ব্যুরো: একদিকে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এবার অন্য একটি মামলায় বিদ্যুৎ দফতরের কর্মীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বাকি থাকা ডিএ-এর অন্তত ৫ ভাগের এক ভাগ মিটিয়ে দিতে হবে আগামী ২৩ জুনের মধ্যে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ। নির্দেশ মতো ডিএ না মেটালে বিদ্যুৎ দফতরের দুই সংস্থার এমডি ও দুই সিএমডি-এর বেতন বন্ধ করে দেওয়ার কথাও ভাবা হবে বলে সাফ জানিয়েছে হাইকোর্ট।
রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থা পিডিসিএল ও এসিডিএসএলের কর্মীরা সংস্থার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে। জানা গিয়েছে রাজ্যের বিদ্যুৎ দফতর রাজ্য সরকারের অধীন হলেও নিজেদের আয় থেকেই কর্মীদের বেতনের টাকা দেয় ওই সংস্থা। টানা ৩ বছর রাজ্য সরকার ডিএ বা মহার্ঘ্য ভাতা বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ। এরপরই কর্মীরা আদালতের দ্বারস্থ হয়। তাঁদের দাবি ছিল লাভজনক হওয়া সত্ত্বেও কেন তাঁদের প্রাপ্য ডিএ-এর টাকা মেটানো হবে না? সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ১০ জুনের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।
তবে সময় পড়িয়ে যাওয়ার কারনে এদিন আদালত অবমাননার মামলা করেন কর্মীরা। সেই মামলাতেই বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন ২৩ জুনের মধ্যে রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থার প্রায় ২০ হাজার কর্মীর বকেয়া ডিএ-এর পাঁচ ভাগের এক ভাগ মিটিয়ে দিতে হবে। বকেয়া মেটানোর পরদিন অর্থাৎ ২৪ জুন আদালতে এসে জানাতে হবে নির্দেশ পালন হয়েছে কি না? বাকি টাকা কি ভাবে মেটাতে হবে সেই বিষয়েও আলোচনা হবে।
1 Comment
Pingback: রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ